Daily Current Affairs 26 January 2023 in Bengali || 26 জানুয়ারী  2023 কারেন্ট অ্যাফেয়ার্স in PDF

নমস্কার বন্ধুরা আজকে তোমাদের দিতে চলেছি Daily Current Affairs 26 January 2023 in Bengali কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর যেগুলো তোমাদের পরীক্ষার প্রস্তুতি নেওয়ার জন্য সহযোগিতা করবে, যেমন:-SSC,GD,MTS UPSC, CGl, CHSL, IBPS, ইত্যাদি GOVT EXAM, 26 জানুয়ারী  2023 কারেন্ট অ্যাফেয়ার্স in PDF দেরি না করে নিচের প্রশ্ন-উত্তরগুলো ভালোমতো পড়ে নিচে মক টেস্ট দিতে পারো।

1. Tata Trusts কোম্পানির CEO পদে নিযুক্ত হলেন কে?

উত্তরঃ  সিদ্ধার্থ শর্মা

2. কোথায় “TROPEX 2023” নামে নৌসেনা অনুশীলন অনুষ্ঠিত করলো ইন্ডিয়ান নেভি?

উত্তরঃ  ভারত মহাসাগর

3. ২০২০ সালে জৈব কৃষির প্রসারে বিশ্বে ভারতের স্থান কত?

উত্তরঃ  তৃতীয়

4. সোশ্যাল মিডিয়ায় সবথেকে বেশি ফলো করা আন্তর্জাতিক ক্রীড়া সংস্থা হলো কোনটি?

উত্তরঃ  ICC

5. কোন হাইকোর্টের প্রধান বিচারপতি হিসাবে নিযুক্ত হলেন জাস্টিস সাবিনা?

উত্তরঃ  হিমাচল প্রদেশ হাইকোর্ট

Daily Current Affairs 26 January 2023

6. লেটেস্ট ICC ODI Team Rankings-এ প্রথম স্থানে রয়েছে কোন দেশ?

উত্তরঃ  ভারত

7. IIM Ahmedabad-এর নতুন ডিরেক্টর পদে নিযুক্ত হলেন কে?

উত্তরঃ  ভারত ভাস্কর

8. 2023 Super Cup হোস্ট করবে কোন রাজ্য?

উত্তরঃ  কেরালা

9. সম্প্রতি বার্ষিক কমলা লেবু উৎসব ২০২৩ অনুষ্ঠিত হলো কোথায়?

উত্তরঃ  নাগাল্যান্ড

10. প্রথম India Stack Developer Conference আয়োজিত হলো কোথায়?

উত্তরঃ  নিউ দিল্লি

Leave a Comment