নমস্কার বন্ধুরা আজকে তোমাদের দিতে চলেছি Daily Current Affairs 24-February-2022 in Bengali কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর যেগুলো তোমাদের পরীক্ষার প্রস্তুতি নেওয়ার জন্য সহযোগিতা করবে, যেমন:-SSC,GD,MTS UPSC, CGl, CHSL, IBPS, ইত্যাদি GOVT EXAM, 24-ফেব্রুয়ারি -2022 কারেন্ট অ্যাফেয়ার্স in PDF দেরি না করে নিচের প্রশ্ন-উত্তরগুলো ভালোমতো পড়ে নিজের প্রস্তুতিকে আরো ভালো করে তোলো।

1. কোন আইআইটি ভারতের জেনারেল ইন্সুরেন্স কর্পোরেশনের সাথে প্রস্রাব ভিত্তিক যক্ষা নির্ণয়ের প্রযুক্তি তৈরি করতে পার্টনারশিপ করলো?
উত্তরঃ IIT Madras
2. ICAR সম্প্রতি কিসের জাত উদ্ভাবন করে, যা ক্রমবর্ধমান তাপের মাত্রা কাটিয়ে উঠতে পারে?
উত্তরঃ গম
3. সম্প্রতি লা গনেশান কোন রাজ্যের ২১ তম রাজ্যপাল হিসেবে শপথ নিলেন ?
উত্তরঃ নাগাল্যান্ড
4. 18 তম ওয়ার্ল্ড সিকিউরিটি কংগ্রেস কোথায় সম্প্রতি শুরু হলো?
উত্তরঃ রাজস্থান
5. ওমেন্স প্রিমিয়ার লিগের টাইটেল স্পন্সর হল কোন সংস্থা?
উত্তরঃ TATA
Daily Current Affairs 2023 in Bengali
6. কোন ব্যাংক সিঙ্গাপুরের অনলাইন পেমেন্ট সিস্টেম PayNow এর সাথে একটি অংশীদারিত্ব ঘোষণা করেছে ক্রস-বর্ডার পেমেন্টের জন্য?
উত্তরঃ SBI Bank
7. ISSF বিশ্বকাপে ঐশ্বর্য প্রতাপ সিং তোমর পুরুষদের ৫০ মিটার রাইফেল প্রতিযোগিতায় কোন পদক জিতেছে?
উত্তরঃ স্বর্ণ
8. ISSF বিশ্বকাপে রুদ্রাংশ বালাসাহেব পাতিল ১০ মিটার এয়ার রাইফেল ব্যক্তিগত ইভেন্টে কোন পদক জিতেছেন?
উত্তরঃ স্বর্ণ
9. কে সম্প্রতি ন্যাশনাল জিওগ্রাফিকের Picture of the year অ্যাওয়ার্ড জিতল?
উত্তরঃ কার্তিক শুভ্রমনিয়ম
10. ২০২৩ সালে কতজন সাংসদ কে সংসদ রত্ন অ্যাওয়ার্ড এর জন্য মনোনীত করা হয়েছে?
উত্তরঃ ১৩ জন
Daily Current Affairs in Bengali PDF
