নমস্কার বন্ধুরা আজকে তোমাদের দিতে চলেছি Daily Current Affairs 23-February-2022 in Bengali কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর যেগুলো তোমাদের পরীক্ষার প্রস্তুতি নেওয়ার জন্য সহযোগিতা করবে, যেমন:-SSC,GD,MTS UPSC, CGl, CHSL, IBPS, ইত্যাদি GOVT EXAM, 23-ফেব্রুয়ারি -2022 কারেন্ট অ্যাফেয়ার্স in PDF দেরি না করে নিচের প্রশ্ন-উত্তরগুলো ভালোমতো পড়ে নিজের প্রস্তুতিকে আরো ভালো করে তোলো।

1. ১৩ তম হকি ইন্ডিয়া সিনিয়র মহিলা জাতীয় হকি চ্যাম্পিয়নশিপ কোথায় শুরু হয়েছে ?
উত্তরঃ অন্ধ্রপ্রদেশ
2. সহজ এবং দ্রুত আন্তঃ সীমান্ত লেনদেন সক্ষম করতে ভারত ও কোন দেশ সম্প্রতি যৌথ ডিজিটাল পেমেন্ট মেকানিজম চালু করেছে ?
উত্তরঃ সিঙ্গাপুর
3. সি পি রাধাকৃষ্ণাণ কোন রাজ্যের ১১ তম রাজ্যপাল হিসেবে শপথ নেন?
উত্তরঃ ঝাড়খন্ড
4. সঞ্জয় কুমার মিশ্র কোন হাইকোর্টের ১৪ তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নেন?
উত্তরঃ ঝাড়খন্ড
5. দাদাসাহেব ফালকে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সেরা ছবি কোনটি?
উত্তরঃ দ্যা কাশ্মীর ফাইলস
Daily Current Affairs 2023 in Bengali
6. সম্প্রতি কে নীতি আয়োগ এর নতুন সিইও পদে নিযুক্ত হয়েছেন?
উত্তরঃ বিভিআর শুভ্রমনিয়ম
7. সম্প্রতি রাজেশ রায় নিম্নের কোনটির CMD পদে নিযুক্ত হয়েছেন?
উত্তরঃ ITI Limited
8. কাকে সম্প্রতি ওয়ার্ল্ড ব্যাংকের দপ্তরে নির্বাহী পরিচালক (ED) হিসেবে নিযুক্ত করা হয়েছে?
উত্তরঃ পরমেশ্বরন আইয়ার
9. কোথায় G-20 working গ্রুপের সাংস্কৃতিক বৈঠক অনুষ্ঠিত হবে?
উত্তরঃ মধ্য প্রদেশ
10. টাটা মোটরস ২৫ হাজার বৈদ্যুতিক যানবাহন সরবরাহ করার জন্য কোনটির সাথে MoU স্বাক্ষর করেছে ?
উত্তরঃ Uber
Daily Current Affairs in Bengali PDF
