নমস্কার বন্ধুরা আজকে তোমাদের দিতে চলেছি Daily Current Affairs 22-February-2022 in Bengali কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর যেগুলো তোমাদের পরীক্ষার প্রস্তুতি নেওয়ার জন্য সহযোগিতা করবে, যেমন:-SSC,GD,MTS UPSC, CGl, CHSL, IBPS, ইত্যাদি GOVT EXAM, 22-ফেব্রুয়ারি -2022 কারেন্ট অ্যাফেয়ার্স in PDF দেরি না করে নিচের প্রশ্ন-উত্তরগুলো ভালোমতো পড়ে নিজের প্রস্তুতিকে আরো ভালো করে তোলো।

1. কোথায় “TROPEX 2023” নামে নৌসেনা অনুশীলন অনুষ্ঠিত করলো ইন্ডিয়ান নেভি?
উত্তরঃ ভারত মহাসাগর
2. গাড়ি বিক্রিতে বিশ্বে তৃতীয় বৃহত্তম অটো মার্কেট হলো কোন দেশ?
উত্তরঃ ভারত
3. পন্ডিত হরিপ্রসাদ চৌরসিয়া অ্যাওয়ার্ড পেলেন কে?
উত্তরঃ ড. প্রভা আরে
4. “Saharsh” নামে স্পেশাল এডুকেশন প্রোগ্রাম লঞ্চ করলো কোন রাজ্য?
উত্তরঃ ত্রিপুরা
5. প্রথম G-20 Meeting অনুষ্ঠিত হবে কোথায়?
উত্তরঃ পুদুচেরি
Daily Current Affairs 2023 in Bengali
6. Adelaide International men”s singles title জিতলেন কোন দেশের টেনিস তারকা Novak Djokovic ?
উত্তরঃ সার্বিয়া
7. G20-এর আওতায় “Think-20” মিটিং শুরু হলো কোথায়?
উত্তরঃ ভোপাল
8. All India Gem and Jewellery Domestic Council (GJC)- চেয়ারম্যান পদে নির্বাচিত হলেন কে?
উত্তরঃ সাইয়াম মেহরা
9. কোন দেশের সাথে যৌথভাবে Young Professionals Scheme লঞ্চ করলো ভারত?
উত্তরঃ যুক্তরাজ্য
10. Chief Minister Sukhashray Sahayata Kosh লঞ্চ করলো রাজ্য?
উত্তরঃ হিমাচল প্রদেশ
Daily Current Affairs in Bengali PDF
