Daily Current Affairs 21-February-2023 in Bengali || 21-ফেব্রুয়ারি -2023 কারেন্ট অ্যাফেয়ার্স in PDF

নমস্কার বন্ধুরা আজকে তোমাদের দিতে চলেছি Daily Current Affairs 21-February-2023 in Bengali কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর যেগুলো তোমাদের পরীক্ষার প্রস্তুতি নেওয়ার জন্য সহযোগিতা করবে, যেমন:-SSC,GD,MTS UPSC, CGl, CHSL, IBPS, ইত্যাদি GOVT EXAM, 21-ফেব্রুয়ারি -2023 কারেন্ট অ্যাফেয়ার্স in PDF দেরি না করে নিচের প্রশ্ন-উত্তরগুলো ভালোমতো পড়ে নিজের প্রস্তুতিকে আরো ভালো করে তোলো।

1. প্রতিবছর কোন তারিখে অরুণাচল প্রদেশ প্রতিষ্ঠা দিবস পালন করা হয়?

উত্তরঃ ২০ই ফেব্রুয়ারি

2. উত্তর ভারতের প্রথম পারমাণবিক কেন্দ্র কোথায় তৈরি হতে চলেছে?

উত্তরঃ হরিয়ানা

3. কোন মেট্রো সম্প্রতি যাত্রীদের জন্য ভার্চুয়াল শপিং অ্যাপ চালু করার ঘোষণা করেছে?

উত্তরঃ দিল্লি

4. কোন মেট্রো প্রথম ভারতের দেশীয়ভাবে তৈরি ট্রেন কন্ট্রোল এন্ড সুপারভিশন সিস্টেম চালু করেছে?

উত্তরঃ দিল্লি

5. সম্প্রতি কত তম ব্রিটিশ একাডেমি ফিল্ম অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে?

উত্তরঃ ৭৫তম

Daily Current Affairs 2023 in Bengali

6. রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকার সম্প্রতি কোন রাজ্যের ৪১ তম রাজ্যপাল হিসেবে শপথ নিয়েছেন?

উত্তরঃ বিহার

7. রঞ্জি ট্রফি ২০২২-২৩ এর টাইটেলকোন দল জিতেছে?

উত্তরঃ সৌরাষ্ট্র

8. কোন রাজ্য সরকার তার প্রথম রাজ্য স্তরের ‘চিংড়ি মেলা’ আয়োজন করেছে?

উত্তরঃ পাঞ্জাব

9. প্রতিবছর কোন তারিখে পালিত হয় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস?

উত্তরঃ ২১শে ফেব্রুয়ারি

10. সম্প্রতি দ্রুততম ব্যাটার হিসেবে আন্তর্জাতিক ২৫ হাজার রান সম্পূর্ণ করলেন কে?

উত্তরঃ বিরাট কোহলি

Daily Current Affairs in Bengali PDF

Metarial Download Button Click Hare To Download

Leave a Comment