নমস্কার বন্ধুরা আজকে তোমাদের দিতে চলেছি Daily Current Affairs 20-February-2023 in Bengali কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর যেগুলো তোমাদের পরীক্ষার প্রস্তুতি নেওয়ার জন্য সহযোগিতা করবে, যেমন:-SSC,GD,MTS UPSC, CGl, CHSL, IBPS, ইত্যাদি GOVT EXAM, 20-ফেব্রুয়ারি -2023 কারেন্ট অ্যাফেয়ার্স in PDF দেরি না করে নিচের প্রশ্ন-উত্তরগুলো ভালোমতো পড়ে নিজের প্রস্তুতিকে আরো ভালো করে তোলো।

1. কাকে সম্প্রতি নতুন ভাইস চিপ অফ আর্মি স্টাফ হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে?
উত্তরঃ এমভি শচীন্দ্র কুমার
2. সম্প্রতি প্রয়াত তুলসীদাস বালারাম নিম্নের কোন খেলার সাথে যুক্ত ছিলেন?
উত্তরঃ ফুটবল
3. কৈবাল্য ত্রিবিক্রম পারনায়েক কোন রাজ্যের ২০তম রাজ্যপাল হিসেবে শপথ নিলেন?
উত্তরঃ অরুণাচল প্রদেশ
4. ভারতের প্রথম Frozen Lake ম্যারাথন কোথাকার Pangong Tso হ্রদে অনুষ্ঠিত হতে চলেছে?
উত্তরঃ লাদাখ
5. RBI সম্প্রতি বিক্রমাদিত্য সিং খিচিকে নিম্নের কোনটির উপদেষ্টা কমিটির সদস্য হিসেবে নিযুক্ত করেছেন?
উত্তরঃ রিলায়েন্স ক্যাপিটাল
Daily Current Affairs 2023 in Bengali
6. রমেশ বৈশ সম্প্রতি কোন রাজ্যের ২২তম রাজ্যপাল হিসেবে শপথ গ্রহণ করেছেন?
উত্তরঃ মহারাষ্ট্র
7. শিব প্রতাপ শুক্লা কোন রাজ্যের ২৯ তম রাজ্যপাল হিসেবে শপথ নেন?
উত্তরঃ হিমাচল প্রদেশ
8. সম্প্রতি ইউটিউব এর নতুন সিইও হিসেবে কে নিযুক্ত হয়েছেন?
উত্তরঃ নীল মোহন
9. প্রতিবছর কোন তারিখে পালিত হয় বিশ্ব সামাজিক ন্যায়বিচার দিবস?
উত্তরঃ ২০ই ফেব্রুয়ারি
10. প্রথম G20 কেন্দ্রীয় অর্থমন্ত্রী এবং কেন্দ্রীয় ব্যাংক গুলির গভর্নরদের বৈঠক কোথায় আয়োজিত হবে?
উত্তরঃ বেঙ্গালুরু
Daily Current Affairs in Bengali PDF
