নমস্কার বন্ধুরা আজকে তোমাদের দিতে চলেছি Daily Current Affairs 19-February-2023 in Bengali কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর যেগুলো তোমাদের পরীক্ষার প্রস্তুতি নেওয়ার জন্য সহযোগিতা করবে, যেমন:-SSC,GD,MTS UPSC, CGl, CHSL, IBPS, ইত্যাদি GOVT EXAM, 19-ফেব্রুয়ারি -2023 কারেন্ট অ্যাফেয়ার্স in PDF দেরি না করে নিচের প্রশ্ন-উত্তরগুলো ভালোমতো পড়ে নিজের প্রস্তুতিকে আরো ভালো করে তোলো।

1. কোন দেশে সরদার বল্লভ ভাই প্যাটেলের মূর্তি উন্মোচন করলেন ভারতের বিদেশ মন্ত্রী এস.জয়শংকর?
উত্তরঃ ফিজি
2. আন্তর্জাতিক মহিলা T-20 ক্রিকেটে ১০০টি উইকেট নেওয়া প্রথম ভারতীয় বোলার কে?
উত্তরঃ দীপ্তি শর্মা
3. সম্প্রতি প্রয়াত বিজয় কুমার কিছলু কোন ক্ষেত্রে যুক্ত ছিলেন?
উত্তরঃ সংগীত
4. সম্প্রতি দক্ষিণ আফ্রিকা থেকে কয়টি চিতা মধ্যপ্রদেশের কুনো ন্যাশনাল পার্কে পৌঁছেছে ?
উত্তরঃ ১২ টি
5. জম্মু ও কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর কে, যিনি সম্প্রতি ৩৩ তম পুলিশ পাবলিক মেলার উদ্বোধন করেছেন ?
উত্তরঃ মনোজ সিনহা
Daily Current Affairs 2023 in Bengali
6. নিম্মেরকে সম্প্রতি লাদাখের লেফটেন্যান্ট গভর্নর হিসেবে শপথ নিয়েছেন ?
উত্তরঃ বিডি মিশ্র
7. কোন দেশ সম্প্রতি 100 টি বৈদ্যুতিক বাস সরবরাহের জন্য ভারতকে অনুরোধ করেছে?
উত্তরঃ বাংলাদেশ
8. ইউনিসেফ ইন্ডিয়ার শিশু অধিকারের ন্যাশনাল অ্যাম্বাসেডর হিসেবে কে নিযুক্ত হয়েছেন সম্প্রতি?
উত্তরঃ আয়ুষ্মান খুরানা
9. টেস্ট ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে বেশি ছয় মারার রেকর্ড করেছেন কে?
উত্তরঃ বেন স্টোকস
10. জিএসটি কাউন্সিলের ৪৯ তম বৈঠক অনুষ্ঠিত হয়েছে কোথায় সম্প্রতি ?
উত্তরঃ নিউ দিল্লি
Daily Current Affairs in Bengali PDF

1 thought on “Daily Current Affairs 19-February-2023 in Bengali || 19-ফেব্রুয়ারি -2023 কারেন্ট অ্যাফেয়ার্স in PDF”