Daily Current Affairs 18-February-2023 in Bengali || 18-ফেব্রুয়ারি -2023 কারেন্ট অ্যাফেয়ার্স in PDF

নমস্কার বন্ধুরা আজকে তোমাদের দিতে চলেছি Daily Current Affairs 18-February-2023 in Bengali কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর যেগুলো তোমাদের পরীক্ষার প্রস্তুতি নেওয়ার জন্য সহযোগিতা করবে, যেমন:-SSC,GD,MTS UPSC, CGl, CHSL, IBPS, ইত্যাদি GOVT EXAM, 18-ফেব্রুয়ারি -2023 কারেন্ট অ্যাফেয়ার্স in PDF দেরি না করে নিচের প্রশ্ন-উত্তরগুলো ভালোমতো পড়ে নিজের প্রস্তুতিকে আরো ভালো করে তোলো।

1. নিম্নের কোথায় দুই দিনের গ্লোবাল টেক সামিট ২০২৩ শুরু হয়েছে?

উত্তরঃ বিশাখাপত্তনম

2. কে সম্প্রতি ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্টেন্স অফ ইন্ডিয়ার সভাপতি নির্বাচিত হয়েছেন?

উত্তরঃ অনিকেত সুনীল তালাটি

3. RCB কাকে তাদের মহিলা প্রিমিয়ার লিগ দলের মেন্টর হিসেবে নিয়োগ করেছে?

উত্তরঃ সানিয়া মির্জা

4. Jaguar Land Rover ইন্ডিয়ার ম্যানেজিং ডাইরেক্টর পদে নিযুক্ত হলেন কে?

উত্তরঃ রাজন আম্বা

5. ৪৯তম GST Council এর মিটিং অনুষ্ঠিত হচ্ছে কোথায়?

উত্তরঃ নিউ দিল্লি

Daily Current Affairs 2023 in Bengali

6. কোথা থেকে Bharat Gourav Deluxe AC Tourist Trainলঞ্চ করল ইন্ডিয়ান রেলওয়ে ?

উত্তরঃ দিল্লি

7. ২০টি পর্যটন কেন্দ্রে টুরিস্ট পুলিশ স্টেশন উদ্বোধন করলেন কোন রাজ্যের মুখ্যমন্ত্রী জগন মোহন রেড্ডি?

উত্তরঃ অন্ধ্রপ্রদেশ

8. সম্প্রতি কোথায় Divya Kala Mela আয়োজন করল কেন্দ্র?

উত্তরঃ মুম্বাই

9. কোন রাজ্যের চিফ ইনফরমেশন কমিশনার পদে নিযুক্ত হলেন প্রাক্তন DGP বীরেন্দ্র?

উত্তরঃ পশ্চিমবঙ্গ

10. সম্প্রতি কৃষি ক্ষেত্রে কোন দেশের সাথে MoU স্বাক্ষর করল ভারত?

উত্তরঃ চিলি

Daily Current Affairs in Bengali PDF

Metarial Download Button Click Hare To Download

Leave a Comment