Daily Current Affairs 17-February-2023 in Bengali || 17-ফেব্রুয়ারি -2023 কারেন্ট অ্যাফেয়ার্স in PDF

নমস্কার বন্ধুরা আজকে তোমাদের দিতে চলেছি Daily Current Affairs 17-February-2023 in Bengali কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর যেগুলো তোমাদের পরীক্ষার প্রস্তুতি নেওয়ার জন্য সহযোগিতা করবে, যেমন:-SSC,GD,MTS UPSC, CGl, CHSL, IBPS, ইত্যাদি GOVT EXAM, 17-ফেব্রুয়ারি -2023 কারেন্ট অ্যাফেয়ার্স in PDF দেরি না করে নিচের প্রশ্ন-উত্তরগুলো ভালোমতো পড়ে নিজের প্রস্তুতিকে আরো ভালো করে তোলো।

1. কোন বিমান সংস্থা 470 টি বিমান কিনতে চলেছে?

উত্তরঃ Air India

2. আকবর কাক্কাত্তিল পুরস্কারের জন্য নির্বাচিত হয়েছে লেখক সুভাষচন্দ্রনের কোন উপন্যাস?

উত্তরঃ সমুদ্রশীলা

3. কেন্দ্রীয় সরকার ‘Khanan Prahari’মোবাইল অ্যাপস চালু করেছে, এটি কোন ক্ষেত্রে সাথে যুক্ত?

উত্তরঃ কয়লা খনি

4. সম্প্রতি প্রয়াত জাভেদ খান আম্রোহী নিম্নের কোন ক্ষেত্রে যুক্ত ছিলেন?

উত্তরঃ অভিনয়

5. কোন হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে শপথ নিলেন বিচারপতি সন্দীপ মেহতা?

উত্তরঃ গুয়াহাটি

Daily Current Affairs 2023 in Bengali

6. নিম্মের কোথায় প্রথম G20 কালচার গ্রুপ সভা অনুষ্ঠিত হবে?

উত্তরঃ মধ্যপ্রদেশ

7. ভারতের প্রথম বৈদ্যুতিক AC ডাবল ডেকার বাস কোথায় উদ্বোধন করা হয়েছে?

উত্তরঃ মুম্বাই

8. সম্প্রতি কোথায় প্রধানমন্ত্রী জল জন অভিযানের উদ্বোধন করলেন?

উত্তরঃ রাজস্থান

9. ভারত ও কোন দেশের মধ্যে যৌথ সামরিক মহড়া চতুর্থ সংস্করণ ‘এক্স ধর্ম গার্ডিয়ান’ অনুষ্ঠিত হতে চলেছে?

উত্তরঃ জাপান

10. ডক্টর মনসুক মানডোভিয়া কোথায় সম্প্রতি IFFCO ন্যানো ইউরিয়া লিকুইড প্লান্টের উদ্বোধন করেছেন

উত্তরঃ উত্তর প্রদেশ

Daily Current Affairs in Bengali PDF

Metarial Download Button Click Hare To Download

Leave a Comment