নমস্কার বন্ধুরা আজকে তোমাদের দিতে চলেছি Daily Current Affairs 16-February-2023 in Bengali কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর যেগুলো তোমাদের পরীক্ষার প্রস্তুতি নেওয়ার জন্য সহযোগিতা করবে, যেমন:-SSC,GD,MTS UPSC, CGl, CHSL, IBPS, ইত্যাদি GOVT EXAM, 16-ফেব্রুয়ারি -2023 কারেন্ট অ্যাফেয়ার্স in PDF দেরি না করে নিচের প্রশ্ন-উত্তরগুলো ভালোমতো পড়ে নিজের প্রস্তুতিকে আরো ভালো করে তোলো।

1. ভূমিকম্পের ক্ষতিগ্রস্ত তুরস্কের জন্য বিশ্ব ব্যাংক কত বিলিয়ন ডলারের সহায়তা ঘোষণা করেছে?
উত্তরঃ $1.78
2. কোন দেশ তার প্রথম মহিলা মহাকাশচারী রায়না বার্নাভিকে মহাকাশে পাঠাচ্ছে?
উত্তরঃ সৌদি আরব
3. নিম্নের কোন দেশ সম্প্রতি ঘূর্ণিঝড় গ্যাবরিয়েলের কারণে জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করেছে?
উত্তরঃ নিউজিল্যান্ড
4. ভারতের কোন IIT স্টুডেন্টস দুবাইতে ওয়ার্ল্ড গভমেন্ট সামিট এ স্বর্ণপদক জিতেছে?
উত্তরঃ IIT INDORE
5. সম্প্রতি সব ধরনের ক্রিকেট থেকে অবসর ঘোষণা করলেন ইয়ন মরগান, তিনি কোন দেশের খেলোয়াড়?
উত্তরঃ ইংল্যান্ড
Daily Current Affairs 2023 in Bengali
6. মহিলা প্রিমিয়ার লিগ খেলোয়াড় নিলামে কে সবচেয়ে দামি খেলোয়ার হয়েছেন?
উত্তরঃ স্মৃতি মান্দানা
7. রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সম্প্রতি কোথায় আন্তর্জাতিক প্রকৌশল ও প্রযুক্তি মেলা(IETF) ২০২৩ উদ্বোধন করেছেন?
উত্তরঃ নিউ দিল্লি
8. নিন্মের কে সম্প্রতি ২০২৩ এ মেডিসিনে উলফ প্রাইজ জিতেছে?
উত্তরঃ Daniel draker
9. চম্বল নদীর জল জেলায় জেলায় স্থানান্তর করার জন্য কোন রাজ্য সরকার তাদের বাজেটে ১৩ হাজার কোটি টাকা বরাদ্দ করেছে?
উত্তরঃ রাজস্থান
10. নিম্নের কে/কারা সম্প্রতি জাতীয় রেস ওয়াকিং চাম্পিয়ানশিপ জিতেছে?
উত্তরঃ A ও C উভয়
Daily Current Affairs in Bengali PDF
