নমস্কার বন্ধুরা আজকে তোমাদের দিতে চলেছি Daily Current Affairs 14-February-2023 in Bengali কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর যেগুলো তোমাদের পরীক্ষার প্রস্তুতি নেওয়ার জন্য সহযোগিতা করবে, যেমন:-SSC,GD,MTS UPSC, CGl, CHSL, IBPS, ইত্যাদি GOVT EXAM, 14-ফেব্রুয়ারি -2023 কারেন্ট অ্যাফেয়ার্স in PDF দেরি না করে নিচের প্রশ্ন-উত্তরগুলো ভালোমতো পড়ে নিজের প্রস্তুতিকে আরো ভালো করে তোলো।

1. লাদাখের লেফটেন্যান্ট গভর্নর হিসেবে নিযুক্ত হলেন নিম্নের কে সম্প্রতি ?
উত্তরঃ বি ডি মিশ্রা
2. লক্ষণ প্রসাদ আচার্যকে কোন রাজ্যের রাজ্যপাল হিসেবে নিযুক্ত করা হয়েছে সম্প্রতি?
উত্তরঃ সিকিম
3. কৈবাল্য ত্রিবিক্রম পারনায়েক কোন রাজ্যের নতুন গভর্নর হিসেবে নিযুক্ত হয়েছেন?
উত্তরঃ অরুণাচল প্রদেশ
4. মণিপুরের গভর্নর লা গনেশান কে কোন রাজ্যের গভর্নর হিসেবে নিযুক্ত করা হয়েছে?
উত্তরঃ নাগাল্যান্ড
5. প্রধানমন্ত্রী কোথায় সম্প্রতি এশিয়ার বৃহত্তম Aero show ‘Aero India 2023’এর ১৪ তম সংস্করণ উদ্বোধন করেন ?
উত্তরঃ কর্ণাটক
Daily Current Affairs 2023 in Bengali
6. ভারতের G20র প্রেসিডেন্সির অংশ হিসাবে প্রথম ইকোনমি ওয়ার্কিং গ্রুপ সভা আয়োজন করেছে কোথায়?
উত্তরঃ লখনউ
7. প্রতিবছর কোন তারিখে বিশ্ব বেতার দিবস পালিত হয় ?
উত্তরঃ ১৩ই ফেব্রুয়ারি
8. নিম্মের কাকে সম্প্রতি ‘মহারাষ্ট্র ভূষণ’ সম্মান ২০২২ প্রদান করা হয় ?
উত্তরঃ আপাসাহেব ধর্মাধিকারী
9. রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সম্প্রতি কোথায় ২য় ভারতীয় ধান কংগ্রেস উদ্বোধন করেছেন ?
উত্তরঃ উড়িষ্যা
10. প্রধানমন্ত্রী সম্প্রতি কোথায় দুটি বন্দে ভারত এক্সপ্রেস এর যাত্রার সূচনা করেছেন?
উত্তরঃ মুম্বাই
Daily Current Affairs in Bengali PDF
