Daily Current Affairs 13-February-2023 in Bengali || 13-ফেব্রুয়ারি -2023 কারেন্ট অ্যাফেয়ার্স in PDF

নমস্কার বন্ধুরা আজকে তোমাদের দিতে চলেছি Daily Current Affairs 13-February-2023 in Bengali কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর যেগুলো তোমাদের পরীক্ষার প্রস্তুতি নেওয়ার জন্য সহযোগিতা করবে, যেমন:-SSC,GD,MTS UPSC, CGl, CHSL, IBPS, ইত্যাদি GOVT EXAM, 13-ফেব্রুয়ারি -2023 কারেন্ট অ্যাফেয়ার্স in PDF দেরি না করে নিচের প্রশ্ন-উত্তরগুলো ভালোমতো পড়ে নিজের প্রস্তুতিকে আরো ভালো করে তোলো।

1. টেকনিক্যাল গ্রুপ অন পপুলেশান প্রজেকশনের রিপোর্ট অনুযায়ী ২০২৩ সালে ভারতের প্রত্যাশিত জনসংখ্যা কত?

উত্তরঃ ১৩৯ কোটি

2. শরণার্থীদের স্বাগত জানানোর জন্য ‘ইউনেস্কো শান্তি পুরস্কার ২০২২’ পেলেন এঞ্জেলো মারকেল, তিনি কোন দেশের প্রাক্তন চ্যান্সেলর ছিলেন ?

উত্তরঃ জার্মানি

3. Taj Miss India ২০২৩ শিরোপা জিতলেন কে?

উত্তরঃ অক্ষতা রক্ষে

4. বিগত পাঁচ বছরে কত বিলিয়ন ডলারের অস্ত্র কিনেছে ভারত রাশিয়ার থেকে?

উত্তরঃ ১৩ বিলিয়ন

5. ভরতপুর অভয়ারণ্যে ডলফিন ও গন্ডারদের জন্য চিড়িয়াখানা তৈরি করেছে কোন রাজ্য?

উত্তরঃ রাজস্থান

Daily Current Affairs 2023 in Bengali

6. কোন দেশের নতুন রাষ্ট্রপতি হিসেবে নিযুক্ত হলেন Nikos Christodouilides?

উত্তরঃ সাইপ্রাস

7. ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপ ২০২২ টাইটেল জিতল কোন ফুটবল ক্লাব?

উত্তরঃ রিয়াল মাদ্রিদ

8. সম্প্রতি দেশের প্রথম লিথিয়াম খনিজ ভান্ডারের খোঁজ মিলল কোথায় ?

উত্তরঃ জম্মু ও কাশ্মীর

9. পঞ্চম খেলো ইন্ডিয়া যুব গেমসে ১৬১টি পদক জিতে পদক তালিকায় শীর্ষে রয়েছে কোন রাজ্য ?

উত্তরঃ মহারাষ্ট্র

10. মহারাষ্ট্রের নতুন রাজ্যপাল নিযুক্ত হয়েছেন নিন্মের কে ?

উত্তরঃ রমেশ বৈস

Daily Current Affairs in Bengali PDF

Metarial Download Button Click Hare To Download

Leave a Comment