নমস্কার বন্ধুরা আজকে তোমাদের দিতে চলেছি Daily Current Affairs 12-February-2023 in Bengali কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর যেগুলো তোমাদের পরীক্ষার প্রস্তুতি নেওয়ার জন্য সহযোগিতা করবে, যেমন:-SSC,GD,MTS UPSC, CGl, CHSL, IBPS, ইত্যাদি GOVT EXAM, 12-ফেব্রুয়ারি -2023 কারেন্ট অ্যাফেয়ার্স in PDF দেরি না করে নিচের প্রশ্ন-উত্তরগুলো ভালোমতো পড়ে নিজের প্রস্তুতিকে আরো ভালো করে তোলো।

1. সম্প্রতি প্রয়াত Burt Bacharach কোন দেশের পপ্ কম্পোজার?
উত্তরঃ আমেরিকা
2. কম্পিটিটিভ পরীক্ষায় কপি করা বন্ধ করতে Anti Copying Law আনতে চলেছে কোন রাজ্য?
উত্তরঃ উত্তরাখণ্ড
3. সম্প্রতি ওয়ান ফ্যামিলি ওয়ান আইডি পোর্টাল লঞ্চ করল কোন রাজ্য?
উত্তরঃ উত্তর প্রদেশ
4. ICAO এর এভিয়েশন সেফটি ওভারসাইট রাঙ্কিং এ ভারতের স্থান কত তম?
উত্তরঃ ৫৫তম
5. World government sumit ২০২৩ শুরু হতে চলেছে কোথায়?
উত্তরঃ দুবাই
Daily Current Affairs 2023 in Bengali
6. ভারতের ডিজিটাল সুরক্ষা ক্যাম্পেইন লঞ্চ করলো কোন কোম্পানি?
উত্তরঃ Meta
7. ডারউইন দিবস পালন করা হয় কবে ?
উত্তরঃ ১২ই ফেব্রুয়ারি
8. বিশ্ব বেতার দিবস পালন করা হয় কবে?
উত্তরঃ ১৩ই ফেব্রুয়ারি
9. কোথায় রাজ্যের শিক্ষার্থী ও বাসিন্দাদের থাকার জন্য ‘হিমাচল নিকেতন’ তৈরি করেছে হিমাচল প্রদেশ সরকার ?
উত্তরঃ দিল্লি
10. কোন দেশের নতুন প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত হলেন Dorin Recean ?
উত্তরঃ মলডোবা
Daily Current Affairs in Bengali PDF
