নমস্কার বন্ধুরা আজকে তোমাদের দিতে চলেছি Daily Current Affairs 11-February-2023 in Bengali কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর যেগুলো তোমাদের পরীক্ষার প্রস্তুতি নেওয়ার জন্য সহযোগিতা করবে, যেমন:-SSC,GD,MTS UPSC, CGl, CHSL, IBPS, ইত্যাদি GOVT EXAM, 11-ফেব্রুয়ারি -2023 কারেন্ট অ্যাফেয়ার্স in PDF দেরি না করে নিচের প্রশ্ন-উত্তরগুলো ভালোমতো পড়ে নিজের প্রস্তুতিকে আরো ভালো করে তোলো।

1. কোন মহাকাশ গবেষণার চিফ অ্যাস্ট্রোনট হিসেবে নিযুক্ত হলেন Joe Acaba ?
উত্তরঃ NASA
2. বিশ্বে ভারতের Accreditation system কত তম স্থান অর্জন করে?
উত্তরঃ পঞ্চম
3. ভারতে ব্যবসা করার জন্য মিনাক্ষি নেভিয়াকে নিযুক্ত করল কোন কোম্পানি?
উত্তরঃ pfizer
4. Myntra কোম্পানির ব্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে সম্প্রতি কে নিযুক্ত হলেন?
উত্তরঃ রনবির কাপুর
5. ওয়ার্ল্ডস ব্রাইটেস্ট স্টুডেন্টস তালিকায় রয়েছেন কোন ভারতীয় বংশধ্ভূত আমেরিকান শিক্ষার্থী ?
উত্তরঃ নাতাশা পেরিয়ানয়াগম
Daily Current Affairs 2023 in Bengali
6. Ernie নামে নতুন চ্যাট বোর্ড লঞ্চ করল কোন সার্চ ইঞ্জিন?
উত্তরঃ Baidu
7. গাছ ভিত্তিক মাংস কোম্পানি Uncrave এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত হয়েছেন কে?
উত্তরঃ বীর দাস
8. সম্প্রতি অবসর ঘোষণা কারী কামরান আকমল কোন দেশের ক্রিকেটার?
উত্তরঃ পাকিস্তান
9. Energize your mind’শিরোনামে বই লিখলেন কে?
উত্তরঃ গৌড় গোপাল দাস
10. ক্রিকেটের তিনটি ফরমেট এই সেঞ্চুরি করা প্রথম ভারতীয় ক্যাপ্টেন হলেন কে?
উত্তরঃ রোহিত শর্মা
Daily Current Affairs in Bengali PDF
