Daily Current Affairs 10-February-2023 in Bengali || 10-ফেব্রুয়ারি -2023 কারেন্ট অ্যাফেয়ার্স in PDF

নমস্কার বন্ধুরা আজকে তোমাদের দিতে চলেছি Daily Current Affairs 10-February-2023 in Bengali কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর যেগুলো তোমাদের পরীক্ষার প্রস্তুতি নেওয়ার জন্য সহযোগিতা করবে, যেমন:-SSC,GD,MTS UPSC, CGl, CHSL, IBPS, ইত্যাদি GOVT EXAM, 10-ফেব্রুয়ারি -2023 কারেন্ট অ্যাফেয়ার্স in PDF দেরি না করে নিচের প্রশ্ন-উত্তরগুলো ভালোমতো পড়ে নিজের প্রস্তুতিকে আরো ভালো করে তোলো।

1. World Pulses Day পালন করা হয় কবে?

উত্তরঃ ১০ই ফেব্রুয়ারি

2. Global Happiness Ranking 2023 এ ভারতের স্থান কত তম?

উত্তরঃ ১৩৬তম

3. ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত তুর্কিও সিরিয়ার মানুষদের সাহায্য করতে ‘অপারেশন দোস্ত’লঞ্চ করলো কোন দেশ ?

উত্তরঃ ভারত

4. কোন দেশে বার্ড ফ্লু সংক্রমণের প্রায় ৬০০টি সি লায়ন ও ৫৫ হাজার বন্য পাখি মারা যায় ?

উত্তরঃ পেরু

5. Victory City’শিরোনামে উপন্যাস লিখলেন কে?

উত্তরঃ সালমান রুশদি

Daily Current Affairs 2023 in Bengali

6. ড্রোনের জন্য ভারতের প্রথম ট্রাফিক ম্যানেজমেন্ট সিস্টেম লঞ্চ করল কোন কোম্পানি?

উত্তরঃ Skye air

7. পারমাণবিক শক্তির বিকাশের জন্য রাশিয়ার সাথে চুক্তি করল কোন দেশ?

উত্তরঃ মায়ানমার

8. NBA’s অল টাইম লিডিং স্কোরার LeBron James কোন দেশের বাস্কেটবল খেলোয়াড়?

উত্তরঃ মার্কিন যুক্তরাষ্ট্র

9. বিদ্যুৎ সংকটের কারণে ‘State অফ disaster’ঘোষণা করল কোন দেশ ?

উত্তরঃ দক্ষিণ আফ্রিকা

10. দ্রুততম ক্রিকেটার হিসেবে 450 টি টেস্ট উইকেট কে নিলেন?

উত্তরঃ অশ্বিন

Daily Current Affairs in Bengali PDF

Metarial Download Button Click Hare To Download

1 thought on “Daily Current Affairs 10-February-2023 in Bengali || 10-ফেব্রুয়ারি -2023 কারেন্ট অ্যাফেয়ার্স in PDF”

Leave a Comment