Daily Current Affairs 08 February 2023 in Bengali || 08-ফেব্রুয়ারি -2023 কারেন্ট অ্যাফেয়ার্স in PDF

নমস্কার বন্ধুরা আজকে তোমাদের দিতে চলেছি Daily Current Affairs 08 February 2023 in Bengali কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর যেগুলো তোমাদের পরীক্ষার প্রস্তুতি নেওয়ার জন্য সহযোগিতা করবে, যেমন:-SSC,GD,MTS UPSC, CGl, CHSL, IBPS, ইত্যাদি GOVT EXAM, 08-ফেব্রুয়ারি -2023 কারেন্ট অ্যাফেয়ার্স in PDF দেরি না করে নিচের প্রশ্ন-উত্তরগুলো ভালোমতো পড়ে নিচে মক টেস্ট দিতে পারো।

1. কোনটি কার্বন কেপচার ইউটিলাইজেশন এন্ড স্টোরেজ(CCUS) এর ওপর একটি আন্তর্জাতিক সেমিনার আয়োজন করেছে ?

উত্তরঃ NTPC

2. নিম্নের কোনটি সম্প্রতি জাতীয় আইস হকি চ্যাম্পিয়নশিপ ২০২৩ শিরোপা জিতেছে?

উত্তরঃ ITBP

3. ন্যাশনাল স্কুল অফ ড্রামা ‘ভারত রঙ্গমোৎসব ২০২৩’ এর কততম সংস্করণের আয়োজন করেছে ?

উত্তরঃ ২২তম

4. ISRO এর সহযোগিতায় কোন আইআইটি (IIT) মহাকাশচারী প্রশিক্ষণ মডেল তৈরি করার পরিকল্পনা করেছে ?

উত্তরঃ IIT MADRAS

5. কোন দেশের ক্রিকেটার আইরন ফিঞ্চ আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা করেন ?

উত্তরঃ অস্ট্রেলিয়া

Daily Current Affairs 2023 in Bengali

6. নিম্নের কোন দেশ ২০২৭ এশিয়ান কাপ ফুটবল টুর্নামেন্ট আয়োজন করবে ?

উত্তরঃ সৌদি আরব

7. ভারতের তেজস্বিন সংকর পুরুষদের হাই জাম্পে ‘বোস্টন ইন্দোর গ্রান্ট পিক্সে’কোন পদক জিতেছে ?

উত্তরঃ সোনা

8. ভারতের প্রথম রিটেল স্টোর হিসেবে ডিজিটাল রুপি [e₹-R] গ্রহণ করা শুরু করেছে নিম্নের কোনটি ?

উত্তরঃ রিলায়েন্স রিটেল

9. ৩৬ তম সুরজকুন্ড ক্রাফটস মেলা ২০২৩ কোথায় শুরু হল ?

উত্তরঃ ফরিদাবাদ

10. কোন ফাইন্যান্স কোম্পানি রাউল রেবেলোকে ম্যানেজিং ডিরেক্টর এবং চিপ এক্সিকিউটিভ অফিসার নিযুক্ত করেছে ?

উত্তরঃ মাহিন্দ্রা ফাইন্যান্স

Daily Current Affairs in Bengali PDF

Metarial Download Button Click Hare To Download

Leave a Comment