নমস্কার বন্ধুরা আজকে তোমাদের দিতে চলেছি Daily Current Affairs 07 February 2023 in Bengali কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর যেগুলো তোমাদের পরীক্ষার প্রস্তুতি নেওয়ার জন্য সহযোগিতা করবে, যেমন:-SSC,GD,MTS UPSC, CGl, CHSL, IBPS, ইত্যাদি GOVT EXAM, 07-ফেব্রুয়ারি -2023 কারেন্ট অ্যাফেয়ার্স in PDF দেরি না করে নিচের প্রশ্ন-উত্তরগুলো ভালোমতো পড়ে নিচে মক টেস্ট দিতে পারো।

1. ইকোনমিক অ্যাসিস্ট্যান্স স্কিমের আওতায় কোন দেশকে ৫০টি বাস প্রদান করলো ভারত?
উত্তরঃ শ্রীলঙ্কা
2. সম্প্রতি আবিষ্কৃত উপগ্রহ অনুযায়ী কোন গ্রহের উপগ্রহ সংখ্যা সবথেকে বেশি?
উত্তরঃ বৃহস্পতি
3. সম্প্রতি অবসর ঘোষণাকারী Aaron Finch কোন দেশের ক্রিকেটার?
উত্তরঃ অস্ট্রেলিয়া
4. ChatGPT-কে টক্কর দিতে কোন AI Chatbot লঞ্চ করলো Google?
উত্তরঃ Bard
5. কোন দেশের ক্রিকেট টিমের কোচ হিসাবে নিযুক্ত হলেন ভারতীয় প্রাক্তন ক্রিকেটার মন্টি দেসাই?
উত্তরঃ নেপাল
Daily Current Affairs 2023 in Bengali
6. Ladies European Tour টাইটেল জিতলেন ভারতের কোন গল্ফ খেলোয়াড়?
উত্তরঃ অদিতি অশোক
7. National Ice Hockey Championship 2023 জিতলো কোন টিম?
উত্তরঃ ITBP
8. BBC ISWOTY Award-এর জন্য মনোনীত হওয়া ভিনেশ ফোগাত এবং সাক্ষী মালিক কোন খেলার সঙ্গে যুক্ত?
উত্তরঃ রেসলিং
9. ভারতে প্রথম Green Bonds ইস্যু করলো কোন পৌরসভা?
উত্তরঃ ইন্দোর
10. Harvard Law Review-এর প্রেসিডেন্ট হিসাবে নির্বাচিত হলেন কোন ভারতীয় বংশোদ্ভূত?
উত্তরঃ অপ্সরা আইয়ার
Daily Current Affairs in Bengali PDF
