নমস্কার বন্ধুরা আজকে তোমাদের দিতে চলেছি Daily Current Affairs 06 February 2023 in Bengali কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর যেগুলো তোমাদের পরীক্ষার প্রস্তুতি নেওয়ার জন্য সহযোগিতা করবে, যেমন:-SSC,GD,MTS UPSC, CGl, CHSL, IBPS, ইত্যাদি GOVT EXAM, 06-ফেব্রুয়ারি -2023 কারেন্ট অ্যাফেয়ার্স in PDF দেরি না করে নিচের প্রশ্ন-উত্তরগুলো ভালোমতো পড়ে নিচে মক টেস্ট দিতে পারো।

1. ভারতের পঞ্চম ন্যানো ইউরিয়া প্লান্ট তৈরি করা হবে কোথায়?
উত্তরঃ ঝাড়খণ্ড
2. বিশ্বের পপুলার নেতার তালিকায় প্রথম স্থানে রয়েছেন কে?
উত্তরঃ নরেন্দ্র মোদী
3. Nutella ব্র্যান্ডের জন্য Ferrero কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত হলেন কে?
উত্তরঃ রণবীর সিং
4. সম্প্রতি প্রয়াত বাণী জয়রাম কে ছিলেন?
উত্তরঃ সঙ্গীত শিল্পী
5. পানাজিতে Heli-Tourism Service লঞ্চ করলেন কোন রাজ্যের মুখ্যমন্ত্রী?
উত্তরঃ গোয়া
Daily Current Affairs 2023 in Bengali
6. 36th Surajkund International Craft Mela শুরু হলো কোথায়?
উত্তরঃ ফরিদাবাদ
7. FAME Scheme-এর আওতায় বৈদ্যুতিক যানবাহন বিক্রিতে প্রথমস্থানে রয়েছে কোন রাজ্য?
উত্তরঃ মহারাষ্ট্র
8. সম্প্রতি প্রয়াত পারভেজ মুশারফ কোন দেশের প্রাক্তন রাষ্ট্রপতি ছিলেন?
উত্তরঃ পাকিস্তান
9. Khelo India Winter Games 2023 অনুষ্ঠিত হবে কোথায়?
উত্তরঃ গুলমার্গ
10. ‘Mero Rukh Mero Santati’ প্রোগ্রাম লঞ্চ করা হলো কোথায়?
উত্তরঃ সিকিম
Daily Current Affairs in Bengali PDF
