Daily Current Affairs 05 February 2023 in Bengali || 05-ফেব্রুয়ারি -2023 কারেন্ট অ্যাফেয়ার্স in PDFDaily Current Affairs 05 February 2023

নমস্কার বন্ধুরা আজকে তোমাদের দিতে চলেছি Daily Current Affairs 05 February 2023 in Bengali কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর যেগুলো তোমাদের পরীক্ষার প্রস্তুতি নেওয়ার জন্য সহযোগিতা করবে, যেমন:-SSC,GD,MTS UPSC, CGl, CHSL, IBPS, ইত্যাদি GOVT EXAM, 05-ফেব্রুয়ারি -2023 কারেন্ট অ্যাফেয়ার্স in PDF দেরি না করে নিচের প্রশ্ন-উত্তরগুলো ভালোমতো পড়ে নিচে মক টেস্ট দিতে পারো।

1. সম্প্রতি অবসর ঘোষণাকারী যোগিন্দর শর্মা কোন খেলার সঙ্গে যুক্ত?

উত্তরঃ ক্রিকেট

2. ২ দিন ব্যাপী Military Literature Festival হোস্ট করলো কোন শহর?

উত্তরঃ পাতিয়ালা

3. পাম অয়েল উৎপাদনের জন্য Patanjali Foods কোম্পানির সাথে পার্টনারশীপ গড়লো কোন রাজ্য?

উত্তরঃ নাগাল্যান্ড

4. Tata Steel Masters 2023 টাইটেল জিতলেন কোন দেশের দাবা খেলোয়াড় অনীশ গিরি?

উত্তরঃ নেদারল্যান্ডস

5. কুয়েতে অনুষ্ঠিত ITF Men’s Tennis Tournament জিতলেন কোন দেশের টেনিস খেলোয়াড় প্রজনেশ গুনেস্বরণ?

উত্তরঃ ভারত

Daily Current Affairs 2023 in Bengali

6. Football’s 2027 Asian Cup হোস্ট করবে কোন দেশ?

উত্তরঃ সৌদি আরব

7. এশিয়ার প্রথম ভাসমান উৎসব অনুষ্ঠিত হলো কোথায়?

উত্তরঃ মধ্যপ্রদেশ

8. ১০০০ বছরের পুরানো ভগবান কুন্থুনাথ-এর মূর্তি পাওয়া গেল কোথায়?

উত্তরঃ মহারাষ্ট্র

9. South Asian Under-20 Women’s Football Championship 2023 অনুষ্ঠিত হলো কোথায়?

উত্তরঃ ঢাকা

10. কোন দেশের Al Minhad শহরের নাম পরিবর্তন করে রাখা হলো ‘Hind City’?

উত্তরঃ সংযুক্ত আরব আমিরাত

Daily Current Affairs in Bengali PDF

Metarial Download Button Click Hare To Download

Leave a Comment