নমস্কার বন্ধুরা আজকে তোমাদের দিতে চলেছি Daily Current Affairs 04 February 2023 in Bengali কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর যেগুলো তোমাদের পরীক্ষার প্রস্তুতি নেওয়ার জন্য সহযোগিতা করবে, যেমন:-SSC,GD,MTS UPSC, CGl, CHSL, IBPS, ইত্যাদি GOVT EXAM, 04-ফেব্রুয়ারি -2023 কারেন্ট অ্যাফেয়ার্স in PDF দেরি না করে নিচের প্রশ্ন-উত্তরগুলো ভালোমতো পড়ে নিচে মক টেস্ট দিতে পারো।

1. বিশ্ব ক্যান্সার দিবস পালন করা হয় কবে?
উত্তরঃ ৪ঠা ফেব্রুয়ারি
2. সম্প্রতি কোন দেশ তাদের ব্যাঙ্ক নোট থেকে ব্রিটিশ রাজা রানীর ছবি মুছে ফেলার সিদ্ধান্ত নিলো?
উত্তরঃ অস্ট্রেলিয়া
3. কোন রাজ্যের ইসলাম নগর গ্রামের নাম পরিবর্তন করে রাখা হলো জগদীশপুর?
উত্তরঃ মধ্যপ্রদেশ
4. সম্প্রতি প্রয়াত কে.বিশ্বনাথ কোন ভাষার ফিল্ম মেকার ছিলেন?
উত্তরঃ তেলেগু
5. সম্প্রতি International Solar Alliance(ISA)-তে কোন দেশকে স্বাগত জানালো ভারত?
উত্তরঃ কঙ্গো
Daily Current Affairs 2023 in Bengali
6. ক্রোয়েশিয়াতে অনুষ্ঠিত Zagreb Open 2023-এ ভারতীয় রেসলার আমান সেহরাবাত কীসের মেডেল জিতলেন?
উত্তরঃ ব্রোঞ্জ
7. Indian National Car Racing Championship 2023 টাইটেল জিতলেন কোন ড্রাইভার?
উত্তরঃ সাই সঞ্জয়
8. প্রথম National Beach Soccer Championship 2023 জিতলো কোন রাজ্য?
উত্তরঃ কেরালা
9. কোন দেশে ভারতের পরিবর্তী রাষ্ট্রদূত হিসাবে নিযুক্ত হলেন প্রশান্ত আগ্রাবাল?
উত্তরঃ লাওস
10. ইথানল উৎপাদনের জন্য কোন দেশের সঙ্গে পার্টনারশীপ গড়লো উত্তরপ্রদেশ সরকার?
উত্তরঃ ডেনমার্ক
Daily Current Affairs in Bengali PDF

1 thought on “Daily Current Affairs 04 February 2023 in Bengali || 04-ফেব্রুয়ারি -2023 কারেন্ট অ্যাফেয়ার্স in PDF”