নমস্কার বন্ধুরা আজকে তোমাদের দিতে চলেছি Daily Current Affairs 03 February 2023 in Bengali কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর যেগুলো তোমাদের পরীক্ষার প্রস্তুতি নেওয়ার জন্য সহযোগিতা করবে, যেমন:-SSC,GD,MTS UPSC, CGl, CHSL, IBPS, ইত্যাদি GOVT EXAM, 03-ফেব্রুয়ারি -2023 কারেন্ট অ্যাফেয়ার্স in PDF দেরি না করে নিচের প্রশ্ন-উত্তরগুলো ভালোমতো পড়ে নিচে মক টেস্ট দিতে পারো।

1. 2025 Madrid International Book Fair-এর থিম কান্ট্রি হবে কোনটি?
উত্তরঃ ভারত
2. মেয়েদের জন্য আরোহিনী ট্রেনিং প্রোগ্রাম লঞ্চ করলো কোন রাজ্য সরকার?
উত্তরঃ উত্তর প্রদেশ
3. ২০২৩-২৪ বাজেটে প্রতিরক্ষা ক্ষেত্রে কত লক্ষ কোটি টাকা বরাদ্দ করা হলো?
উত্তরঃ 5.94
4. কোন দেশের থেকে Lifetime Achievement Honour-এ সম্মানিত হলে মনমোহন সিং?
উত্তরঃ যুক্তরাজ্য
5. কোন দেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী পদে নিযুক্ত হলেন Manuela Roka Botey?
উত্তরঃ ইকোয়াটোরিয়াল গিনি
Daily Current Affairs 2023 in Bengali
6. ভারতের ধনী ব্যক্তি হিসাবে গৌতম আদানিকে অতিক্রম করলেন কে?
উত্তরঃ মুকেশ আম্বানি
7. বাংলাদেশকে ৪.৭ বিলিয়ন ডলার সাপোর্ট প্যাকেজ প্রদান করছে কে?
উত্তরঃ আন্তজার্তিক মুদ্রা তহবিল
8. কোন দেশের Maliban Biscuits কোম্পানির সঙ্গে পার্টনারশীপ করলো Reliance?
উত্তরঃ শ্রীলঙ্কা
9. Shane Warne Men’s Test Player of the Year Award জিতলেন কোন দেশের ক্রিকেটার Usman Khawaja?
উত্তরঃ অস্ট্রেলিয়া
10. অনলাইন গেমসে জিতে যাওয়া টাকার উপর কত শতাংশ ট্যাক্স ঘোষণা করলো কেন্দ্র?
উত্তরঃ 30.00%
Daily Current Affairs in Bengali PDF
