Daily Current Affairs 02 February 2023 in Bengali || 02-ফেব্রুয়ারি -2023 কারেন্ট অ্যাফেয়ার্স in PDF

নমস্কার বন্ধুরা আজকে তোমাদের দিতে চলেছি Daily Current Affairs 02 February 2023 in Bengali কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর যেগুলো তোমাদের পরীক্ষার প্রস্তুতি নেওয়ার জন্য সহযোগিতা করবে, যেমন:-SSC,GD,MTS UPSC, CGl, CHSL, IBPS, ইত্যাদি GOVT EXAM, 02-ফেব্রুয়ারি -2023 কারেন্ট অ্যাফেয়ার্স in PDF দেরি না করে নিচের প্রশ্ন-উত্তরগুলো ভালোমতো পড়ে নিচে মক টেস্ট দিতে পারো।


1. বিশ্ব জলাভূমি দিবস পালন করা হয় কবে?

উত্তরঃ ২রা ফেব্রুয়ারি

2. ২০২৩ জানুয়ারি মাসে GST সংগ্রহের পরিমাণ কত লক্ষ কোটি টাকা?

উত্তরঃ 1.55

3. উত্তরবঙ্গে “Trishakri Prahar” নামে অনুশীলন অনুষ্ঠিত করলো কে?

উত্তরঃ ইন্ডিয়ান আর্মি

4. কোথাকার সরকারি শিক্ষকদের জন্য “Jeevan Vidya Shivir” আয়োজন করা হলো?

উত্তরঃ দিল্লি

5. ভারতে Morgan Stanley কোম্পানির কান্ট্রি হেড পদে নিযুক্ত হলেন কে?

উত্তরঃ অরুণ কোহলি

Daily Current Affairs 2023 in Bengali

6. ২০২৩ সালে ভারতের অর্থনৈতিক বিকাশ কত শতাংশ অনুমান করলো আন্তর্জাতিক মুদ্রা তহবিল(IMF)?

উত্তরঃ 6.10%

7. Gujarat Maritime Cluster-এর CEO পদে নিযুক্ত হলেন কে?

উত্তরঃ মাধবেন্দ্র সিং

8. গরীব বোনদের জন্য Ladli Bahna Yojana চালু হবে কোন রাজ্যে?

উত্তরঃ মধ্যপ্রদেশ

9. Drugs Controller General of India পদে নিযুক্ত হলেন কে?

উত্তরঃ রাজীব সিং রঘুবংশী

10. কোন দেশের পুরুষ হকি টিমের প্রধান কোচ থেকে পদত্যাগ করলেন গ্রাহাম রেড?

উত্তরঃ ভারত

Daily Current Affairs in Bengali PDF

Metarial Download Button Click Hare To Download

Leave a Comment