নমস্কার বন্ধুরা আজকে তোমাদের দিতে চলেছি Daily Current Affairs 01 February 2023 in Bengali কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর যেগুলো তোমাদের পরীক্ষার প্রস্তুতি নেওয়ার জন্য সহযোগিতা করবে, যেমন:-SSC,GD,MTS UPSC, CGl, CHSL, IBPS, ইত্যাদি GOVT EXAM, 01-ফেব্রুয়ারি -2023 কারেন্ট অ্যাফেয়ার্স in PDF দেরি না করে নিচের প্রশ্ন-উত্তরগুলো ভালোমতো পড়ে নিচে মক টেস্ট দিতে পারো।

1. মুখ্যমন্ত্রী জগন মোহন রেড্ডির ঘোষণা অনুযায়ী, অন্ধ্রপ্রদেশের নতুন রাজধানী হবে কোনটি?
উত্তরঃ বিশাখাপত্তনম
2. সম্প্রতি অবসর ঘোষণাকারী মুরালি বিজয় কোন খেলার সঙ্গে যুক্ত?
উত্তরঃ ক্রিকেট
3. “The Poverty of Political Economics” শিরোনামে বই লিখলেন কে?
উত্তরঃ মেঘনাদ দেসাই
4. ইন্ডিয়ান এয়ার ফোর্সের নতুন ভাইস চিফ পদে নিযুক্ত হচ্ছেন কে?
উত্তরঃ এ.পি. সিং
5. কোন কোম্পানির CEO পদে নিযুক্ত হলেন Hein Schumacher?
উত্তরঃ Unilever
Daily Current Affairs 2023 in Bengali
6. Puma India-র ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত হলেন কে?
উত্তরঃ হারমানপ্রীত কৌর
7. প্রথম G20 Employment Working Group meeting অনুষ্ঠিত হবে কোথায়?
উত্তরঃ রাজস্থান
8. Bio Asia 2023-এ পার্টনার কান্ট্রি হলো কোন দেশ?
উত্তরঃ যুক্তরাজ্য
9. ‘The Vision for All School Eye Health’ প্রোগ্রাম লঞ্চ করলো কোন রাজ্য সরকার?
উত্তরঃ গোয়া
10. প্রথম G20 Education Working Group meet হোস্ট করবে কোন রাজ্য?
উত্তরঃ তামিলনাড়ু