নমস্কার বন্ধুরা আজকে তোমাদের দিতে চলেছি Daily Current Affairs 7 January 2023 in Bengali কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর যেগুলো তোমাদের পরীক্ষার প্রস্তুতি নেওয়ার জন্য সহযোগিতা করবে, যেমন:-SSC,GD,MTS UPSC, CGl, CHSL, IBPS, ইত্যাদি GOVT EXAM, 7 শে জানুয়ারি 2023 কারেন্ট অ্যাফেয়ার্স in PDF দেরি না করে নিচের প্রশ্ন-উত্তরগুলো ভালোমতো পড়ে নিচে মক টেস্ট দিতে পারো।
1. তিরুবন্তপুরমে Palm leaf Manuscript Museum এর উদ্বোধন করলেন কোন রাজ্যের মুখ্যমন্ত্রী?
উত্তরঃ কেরালা
2. Jahaan Bandhan, Wahaan Trust’ ক্যাম্পেইন লঞ্চ করলো কোন ব্যাঙ্ক?
উত্তরঃ Bandhan Bank
3. রঞ্জি ট্রফির ইতিহাসে প্রথমবার প্রথম ওভারে হ্যাট ট্রিক করলেন কে?
উত্তরঃ জয়দেব উনাদকাট
4. বিরসা মুন্ডা হকি স্টেডিয়ামের উদ্বোধন করলেন কোন রাজ্যের মুখ্যমন্ত্রী?
উত্তরঃ উড়িষ্যা
5. প্রথম মহিলা ক্রিকেটার হিসাবে কার ব্রোঞ্জের তৈরি করা হলো সিডনি ক্রিকেট গ্রাউন্ডের বাইরে?
উত্তরঃ Belinda Clark
6. ভারতের কত দাবা গ্র্যান্ড মাস্টার হলেন?
উত্তরঃ ৭৯তম
7. হিন্দিতে ‘ নব শরীর রচনা বিজ্ঞান” শিরোনামে মেডিকেল বই লিখলেন কে?
উত্তরঃ ড. এ.কে. দ্বিবেদী
8. ভারতের প্রথম পশুদের জন্য IVF Mobile Unit লঞ্চ করা হলো কোথায়?
উত্তরঃ গুজরাট
9. প্রথম G-20 Meeting অনুষ্ঠিত হবে কোথায়?
উত্তরঃ পুদুচেরি
10. গাড়ি বিক্রিতে বিশ্বে তৃতীয় বৃহত্তম অটো মার্কেট হলো কোন দেশ?
উত্তরঃ ভারত