নমস্কার বন্ধুরা আজকে তোমাদের দিতে চলেছি Daily Current Affairs 6 January 2023 in Bengali কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর যেগুলো তোমাদের পরীক্ষার প্রস্তুতি নেওয়ার জন্য সহযোগিতা করবে, যেমন:-SSC,GD,MTS UPSC, CGl, CHSL, IBPS, ইত্যাদি GOVT EXAM, 6 শে জানুয়ারি 2023 কারেন্ট অ্যাফেয়ার্স in PDF দেরি না করে নিচের প্রশ্ন-উত্তরগুলো ভালোমতো পড়ে নিচে মক টেস্ট দিতে পারো।
1. বিশ্ব যুদ্ধ অনাথ শিশু দিবস পালন করা হয় কবে?
উত্তরঃ ৬ই জানুয়ারি
2. Asian Pacific Postal Union-এ নেতৃত্ব দেবে কোন দেশ?
উত্তরঃ ভারত
3. “দিদির সুরক্ষা কবচ” নামে ক্যাম্পেইন লঞ্চ করলো কোন রাজ্য?
উত্তরঃ পশ্চিমবঙ্গ
4. Chief Minister’s Residential Land Rights Scheme করলো কে?
উত্তরঃ মধ্যপ্রদেশ
5. কোন ব্যাঙ্কের CEO পদে নিযুক্ত হলেন Jason Moo?
উত্তরঃ Bank of Singapore
6. JAGA Mission-এর জন্য World Habitat Award 2023 জিতলো কোন রাজ্য?
উত্তরঃ উড়িষ্যা
7. গোয়ার মোপা এয়ার পোর্টের নাম কার নামে রাখা হবে?
উত্তরঃ মনোহর পারিক্কর
8. ১৭তম প্রবাসী ভারতীয় সম্মান পাচ্ছেন কোন দেশের রাষ্ট্রপতি মোহামেদ ইরফান?
উত্তরঃ গায়ানা
9. ৪৬তম আন্তর্জাতিক কলকাতা বই মেলার থিম কান্ট্রি কোনটি?
উত্তরঃ স্পেন
10. ‘Best Police Units’ অ্যাওয়ার্ড জিতলো কোন রাজ্যের জালনা এবং নাগপুর পুলিশ?
উত্তরঃ মহারাষ্ট্র