Daily Current Affairs 5 January 2023 in Bengali || 5 শে জানুয়ারি 2023 কারেন্ট অ্যাফেয়ার্স in PDF

নমস্কার বন্ধুরা আজকে তোমাদের দিতে চলেছি Daily Current Affairs 5 January 2023 in Bengali কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর যেগুলো তোমাদের পরীক্ষার প্রস্তুতি নেওয়ার জন্য সহযোগিতা করবে, যেমন:-SSC,GD,MTS UPSC, CGl, CHSL, IBPS, ইত্যাদি GOVT EXAM, 5 শে জানুয়ারি 2023 কারেন্ট অ্যাফেয়ার্স in PDF দেরি না করে নিচের প্রশ্ন-উত্তরগুলো ভালোমতো পড়ে নিচে মক টেস্ট দিতে পারো।

1. কোথায় “সংবিধান উদ্যান”-এর উদ্বোধন করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু?

উত্তরঃ  জয়পুর

2. কোন রাজ্য সরকার Revenue Police System বাতিল করার সিদ্ধান্ত নিল?

উত্তরঃ  উত্তরাখণ্ড

3. Chief Minister Sukhashray Sahayata Kosh লঞ্চ করলো রাজ্য?

উত্তরঃ  হিমাচল প্রদেশ

4. প্রথম মহিলা অফিসার হিসেবে সিয়াচেনে পোস্টিং পেলেন কে?

উত্তরঃ  শিবা চৌহান

5. কোথায় Siyom Bridge-এর উদ্বোধন করলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং?

উত্তরঃ  অরুণাচলপ্রদেশ

6. “VIRAASAT” নামে শাড়ি উৎসবের দ্বিতীয় দফা শুরু হলো কোথায়?

উত্তরঃ  নিউ দিল্লি

7. সম্প্রতি প্রয়াত শ্যামল ঘোষ কোন খেলার সঙ্গে যুক্ত ছিলেন?

উত্তরঃ  ফুটবল

8. বিশ্বে দ্বিতীয় দেশ হিসাবে হাইড্রোজেন ট্রেন চালু করলো কে?

উত্তরঃ  চীন

9. আসামের সর্বোচ্চ সম্মান “আসাম বৈভব” দ্বারা সম্মানিত হচ্ছেন কে?

উত্তরঃ  ড. তপন সাইকিয়া

10. কোথায় National Institute of Water and Sanitation উদ্বোধন করলেন নরেন্দ্র মোদী?

উত্তরঃ  কলকাতা

Daily Current Affairs 5 January 2023 PDF

Metarial Download Button

Leave a Comment