Daily Current Affairs 4 January 2023 in Bengali || 4 শে জানুয়ারি 2023 কারেন্ট অ্যাফেয়ার্স in PDF

নমস্কার বন্ধুরা আজকে তোমাদের দিতে চলেছি Daily Current Affairs 4 January 2023 in Bengali কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর যেগুলো তোমাদের পরীক্ষার প্রস্তুতি নেওয়ার জন্য সহযোগিতা করবে, যেমন:-SSC,GD,MTS UPSC, CGl, CHSL, IBPS, ইত্যাদি GOVT EXAM, 4 শে জানুয়ারি 2023 কারেন্ট অ্যাফেয়ার্স in PDF দেরি না করে নিচের প্রশ্ন-উত্তরগুলো ভালোমতো পড়ে নিচে মক টেস্ট দিতে পারো।

1. বিশ্ব ব্রেইল দিবস পালন করা হয় কবে?

উত্তরঃ  ৪ঠা জানুয়ারি

2. কোথায় Central Detective Training Institute-এর ভিত্তি প্রস্তর স্থাপন করলেন অমিত শাহ?

উত্তরঃ  কর্ণাটক

3. কোন দেশের নতুন এবং কনিষ্ঠতম বিদেশ মন্ত্রী হিসাবে নিযুক্ত হলেন Qin Gang ?

উত্তরঃ  চীন

4. Indian Library Congress-এর উদ্বোধন করলেন কোন রাজ্যের মুখ্যমন্ত্রী পিনারায়ী বিজয়ন?

উত্তরঃ  কেরালা

5. 2022 সালের ডিসেম্বর মাসে কত বিলিয়ন ট্রান্সজেকশন প্রসেস করে রেকর্ড গড়লো UPI?

উত্তরঃ  7.82

6. ক্রিকেটে সিলেকশন ক্রাইটেরিয়া হিসাবে Yo Yo Test এবং Dexa আনছে কে?

উত্তরঃ  BCCI

7. ২০২৩ সালের প্রথম ৬ মাস Council of European Union-এ সভাপতিত্ব করবে কোন দেশ?

উত্তরঃ  সুইডেন

8. কোথায় 108th Indian Science Congress-এর উদ্বোধন করলেন নরেন্দ্র মোদী?

উত্তরঃ  নাগপুর

9. কোন কোম্পানির CEO পদ থেকে পদত্যাগ করলেন সুহেল সমীর?

উত্তরঃ  BharatPe

10. ২০২২ সালে ভারতের কফি রপ্তানি কত লক্ষ টন বৃদ্ধি পেয়েছে?

উত্তরঃ  4

Daily Current Affairs 4 January 2023 PDF

Metarial Download Button

Leave a Comment