Daily Current Affairs 25 January 2023 in Bengali || 25 জানুয়ারী  2023 কারেন্ট অ্যাফেয়ার্স in PDF

নমস্কার বন্ধুরা আজকে তোমাদের দিতে চলেছি Daily Current Affairs 25 January 2023 in Bengali কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর যেগুলো তোমাদের পরীক্ষার প্রস্তুতি নেওয়ার জন্য সহযোগিতা করবে, যেমন:-SSC,GD,MTS UPSC, CGl, CHSL, IBPS, ইত্যাদি GOVT EXAM, 25 জানুয়ারী  2023 কারেন্ট অ্যাফেয়ার্স in PDF দেরি না করে নিচের প্রশ্ন-উত্তরগুলো ভালোমতো পড়ে নিচে মক টেস্ট দিতে পারো।

1. জাতীয় ভোটার দিবস পালন করা হয় কবে?

উত্তরঃ  ২৫শে জানুয়ারি

2. Amul কোম্পানির চেয়ারম্যান পদে নিযুক্ত হলেন কে?

উত্তরঃ  শামল ভাই বি. প্যাটেল

3. উত্তর-পূর্ব ভারতে “PRALAY’ নামে অনুশীলন শুরু করলো কে?

উত্তরঃ  ইন্ডিয়ান এয়ার ফোর্স

4. “The most distinguished scientist of the year 2022” অ্যাওয়ার্ড পেলেন কে?

উত্তরঃ  আর. বিষ্ণু প্রসাদ

5. কোন রাজ্যের প্রথম মহিলা আইপিএস অফিসার হিসেবে Director General of Police (DGP) পদে নিযুক্ত হলেন গুরপ্রীত কৌর এবং শশী প্রভা?

উত্তরঃ  পাঞ্জাব

Daily Current Affairs 25 January 2023

6. সম্প্রতি কৃষকদের জন্য জল সংরক্ষণ স্কিম লঞ্চ করলো কোন রাজ্য?

উত্তরঃ  ঝাড়খন্ড

7. COACHING BEYOND: My Days with the Indian Cricket Team শিরোনামে বই লিখলেন কে?

উত্তরঃ  কৌশিক ও আর. শ্রীধর

8. ২৪শে জানুয়ারি আন্তর্জাতিক শিক্ষা দিবসটিকে কোন দেশের মেয়ে ও মহিলাদের উৎসর্গ করলো UNESCO?

উত্তরঃ  আফগানিস্তান

9. 2023 Dhaka Marathon-এ পুরুষ বিভাগে চ্যাম্পিয়ন হলেন কোন দেশের Stanley Kiprotich Bet?

উত্তরঃ  কেনিয়া

10. প্রথম Youth 20 Group Meeting অনুষ্ঠিত হবে কোথায়?

উত্তরঃ  গুয়াহাটি

Leave a Comment