Daily Current Affairs 24 January 2023 in Bengali || 24 জানুয়ারী  2023 কারেন্ট অ্যাফেয়ার্স in PDF

নমস্কার বন্ধুরা আজকে তোমাদের দিতে চলেছি Daily Current Affairs 24 January 2023 in Bengali কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর যেগুলো তোমাদের পরীক্ষার প্রস্তুতি নেওয়ার জন্য সহযোগিতা করবে, যেমন:-SSC,GD,MTS UPSC, CGl, CHSL, IBPS, ইত্যাদি GOVT EXAM, 24 জানুয়ারী  2023 কারেন্ট অ্যাফেয়ার্স in PDF দেরি না করে নিচের প্রশ্ন-উত্তরগুলো ভালোমতো পড়ে নিচে মক টেস্ট দিতে পারো।

1. জাতীয় শিশু কন্যা দিবস পালন করা হয় কবে?

উত্তরঃ  ২৪শে জানুয়ারি

2. পরবর্তী Director General of Civil Aviation (DGC পদে নিযুক্ত হলেন কে?

উত্তরঃ  বিক্রম দেব দত্ত

3. পন্ডিত হরিপ্রসাদ চৌরসিয়া অ্যাওয়ার্ড পেলেন কে?

উত্তরঃ  ড. প্রভা আরে

4. অন্ধ্রপ্রদেশে “AMPHEX 2023” নামে অনুশীলন শুরু করলো কোন প্রতিরক্ষা বাহিনী?

উত্তরঃ  ইন্ডিয়ান নেভি

5. কোন রাজ্যের আসকা পুলিশ স্টেশন দেশের নাম্বার ১ পুলিশ স্টেশনের তকমা পেল?

উত্তরঃ  উড়িষ্যা

Daily Current Affairs 24 January 2023

6. কোন কোম্পানির CEO পদ থেকে পদত্যাগ করলেন Reed Hastings?

উত্তরঃ  Netflix

7. মহিলা বিভাগে India Open Badminton সিঙ্গেল টাইটেল জিতলেন কোন দেশের An Seyoung?

উত্তরঃ  দক্ষিণ কোরিয়া

8. প্রথম G20 Environment Working Group meet হোস্ট করবে কোন শহর?

উত্তরঃ  বেঙ্গালুরু

9. Inclusive Finance India Awards 2022 জিতলো কোন ব্যাঙ্ক?

উত্তরঃ  ESAF Finance Bank

10. Shooting World Cup 2023-এর অ্যাডমিনিস্ট্রেটর পদে নিযুক্ত হলেন কে?

উত্তরঃ  এ.কে. সিক্রি

Leave a Comment