Daily Current Affairs 23 January 2023 in Bengali || 23 জানুয়ারী  2023 কারেন্ট অ্যাফেয়ার্স in PDF

নমস্কার বন্ধুরা আজকে তোমাদের দিতে চলেছি Daily Current Affairs 23 January 2023 in Bengali কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর যেগুলো তোমাদের পরীক্ষার প্রস্তুতি নেওয়ার জন্য সহযোগিতা করবে, যেমন:-SSC,GD,MTS UPSC, CGl, CHSL, IBPS, ইত্যাদি GOVT EXAM, 23 জানুয়ারী  2023 কারেন্ট অ্যাফেয়ার্স in PDF দেরি না করে নিচের প্রশ্ন-উত্তরগুলো ভালোমতো পড়ে নিচে মক টেস্ট দিতে পারো।

1. ২০২৫ সালের মধ্যে ভারতের প্রথম Green Energy State হওয়ার টার্গেট করছে কে?

উত্তরঃ  হিমাচল প্রদেশ

2. ভারতের গভীরতম মেট্রো স্টেশন কোথায় তৈরি করা হবে?

উত্তরঃ  পুনে

3. আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের কত গুলি দ্বীপের নাম পরম বীর চক্র বিজয়ীদের নামে রাখলেন নরেন্দ্র মোদী?

উত্তরঃ  ২১টি

4. ১৮ বছরের উর্দ্ধে ছাত্রীদেরকে ৬০ দিনের Maternity Leave দেবে কোন রাজ্য?

উত্তরঃ  কেরালা

5. “BharOS” নামে ভারতের দেশীয় মোবাইল অপারেটিং সিস্টেম তৈরি করলো কে?

উত্তরঃ  IIT Madras

Daily Current Affairs 23 January 2023

6. Vedanta”s Cairn Oil & Gas কোম্পানির CEO পদে নিযুক্ত হলেন কে?

উত্তরঃ  Nick Walker

7. বিশ্বের শক্তিশালী ব্র্যান্ডের তালিকায় Jio কোম্পানির স্থান কত?

উত্তরঃ  নবম

8. সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী, অনলাইন জালিয়াতির কারণে বিগত বছরে কত মিলিয়ন ডলার ক্ষতি হয়েছে International Cricket Council-এর?

উত্তরঃ  ২.৫ মিলিয়ন ডলার

9. “India”s Knowledge Supremacy: The New Dawn” শিরোনামে বই লিখলেন কে?

উত্তরঃ  ড. অশ্বিন ফার্নান্ডেজ

10. সম্প্রতি India Open Badminton টাইটেল জিতলেন কোন দেশের খেলোয়াড় Kunlavut Vitidsarn?

উত্তরঃ  থাইল্যান্ড

Leave a Comment