নমস্কার বন্ধুরা আজকে তোমাদের দিতে চলেছি Daily Current Affairs 22 January 2023 in Bengali কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর যেগুলো তোমাদের পরীক্ষার প্রস্তুতি নেওয়ার জন্য সহযোগিতা করবে, যেমন:-SSC,GD,MTS UPSC, CGl, CHSL, IBPS, ইত্যাদি GOVT EXAM, 22 জানুয়ারী 2023 কারেন্ট অ্যাফেয়ার্স in PDF দেরি না করে নিচের প্রশ্ন-উত্তরগুলো ভালোমতো পড়ে নিচে মক টেস্ট দিতে পারো।
1. কোন রাজ্যের মনোহর ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট Best Sustainable Greenfield Airport অ্যাওয়ার্ড জিতলো?
উত্তরঃ গোয়া
2. সম্প্রতি প্রয়াত নীলমণি ফুকন কে ছিলেন?
উত্তরঃ লেখক
3. ২০২৩ প্রজাতন্ত্র দিবসে ভারতের প্রধান অতিথি হলেন কোন দেশের রাষ্ট্রপতি Abdel Fattah El-Sisi ?
উত্তরঃ ইজিপ্ট
4. EY রিপোর্ট অনুযায়ী, কোন সালে ভারত ২৬ ট্রিলিয়ন ডলার অর্থনীতিতে পরিণত হবে?
উত্তরঃ 2047 সালে
5. International Craft Summit-এর উদ্বোধন করলেন কোন রাজ্যের মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক?
উত্তরঃ উড়িষ্যা
Daily Current Affairs 22 January 2023
6. Schools of Eminence” প্রোজেক্ট লঞ্চ করছে কোন রাজ্য?
উত্তরঃ পাঞ্জাব
7. নিউজিল্যান্ডের নতুন প্রধানমন্ত্রী হচ্ছেন কে?
উত্তরঃ Chris Hipkins
8. ভারতে প্রথম সমস্ত উপজাতিদের বেসিক ডকুমেন্টস প্রদান করছে কোন রাজ্যের বয়নাড় জেলা?
উত্তরঃ কেরালা
9. National Sports Club of India Snooker Open Crown 2023 জিতলেন কে?
উত্তরঃ লক্ষ্মণ রাওয়াত
10. India International Science Festival শুরু হলো কোথায়?
উত্তরঃ ভোপাল