Daily Current Affairs 2 January 2023 in Bengali || 2 শে জানুয়ারি 2023 কারেন্ট অ্যাফেয়ার্স in PDF


নমস্কার বন্ধুরা আজকে তোমাদের দিতে চলেছি Daily Current Affairs 2 January 2023 in Bengali কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর যেগুলো তোমাদের পরীক্ষার প্রস্তুতি নেওয়ার জন্য সহযোগিতা করবে, যেমন:-SSC,GD,MTS UPSC, CGl, CHSL, IBPS, ইত্যাদি GOVT EXAM, 2 শে জানুয়ারি 2023 কারেন্ট অ্যাফেয়ার্স in PDF দেরি না করে নিচের প্রশ্ন-উত্তরগুলো ভালোমতো পড়ে নিচে মক টেস্ট দিতে পারো।

1. World Introvert Day পালন করা হয় কবে?

উত্তরঃ  ২রা জানুয়ারি

2. Indian Overseas Bank-এর ম্যানেজিং ডিরেক্টর এবং CEO পদে নিযুক্ত হলেন কে?

উত্তরঃ  অজয় কুমার শ্রীবাস্তব

3. MOIL Limited-এর চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর পদে নিযুক্ত হলেন কে?

উত্তরঃ  অজিত কুমার সাক্সেনা

4. কোন রাজ্য সরকারের উপদেষ্টা কাউন্সিলের হেড পদে নিযুক্ত হলে এন. চন্দ্রশেখরন?

উত্তরঃ  মহারাষ্ট্র

5. ২০২২ সালে ডিসেম্বর মাসে মোট GST সংগ্রহের রিমাণ কত লক্ষ কোটি টাকা?

উত্তরঃ  1.49 লক্ষ কোটি

6. কোথায় TB Elimination Project শুরু করলো Indian Oil ?

উত্তরঃ  উভয়ই

7. প্রথম International Beach Festival হোস্ট করছে কোন রাজ্য?

উত্তরঃ  কেরালা

8. অন্ধ্রপ্রদেশে ৬,৫০০ কোটি টাকার বিনিয়োগের সাথে 5G পরিষেবা লঞ্চ করলো কোন কোম্পানী?

উত্তরঃ  Jio

9. বায়োলজিতে Europe’s Top Talents সম্মান পেলেন কোন ভারতীয়?

উত্তরঃ  ড. মহিমা স্বামী

10. ভারতের কততম দাবা গ্রান্ড মাস্টার হলেন কলকাতার কৌস্তব চ্যাটার্জি?

উত্তরঃ  78

Daily Current Affairs 1 January 2023 PDF

Metarial Download Button

Leave a Comment