Daily Current Affairs 17 January 2023 in Bengali || 17 জানুয়ারী  2023 কারেন্ট অ্যাফেয়ার্স in PDF

নমস্কার বন্ধুরা আজকে তোমাদের দিতে চলেছি Daily Current Affairs 17 January 2023 in Bengali কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর যেগুলো তোমাদের পরীক্ষার প্রস্তুতি নেওয়ার জন্য সহযোগিতা করবে, যেমন:-SSC,GD,MTS UPSC, CGl, CHSL, IBPS, ইত্যাদি GOVT EXAM, 17 জানুয়ারী  2023 কারেন্ট অ্যাফেয়ার্স in PDF দেরি না করে নিচের প্রশ্ন-উত্তরগুলো ভালোমতো পড়ে নিচে মক টেস্ট দিতে পারো।

1. ভারতের চতুর্থ রাজ্য হিসাবে Old Pension Scheme পুনরায় চালু করলো কে?

উত্তরঃ  হিমাচল প্রদেশ

2. Organisation for Economic Co-operation and Development (OEC-এর নতুন চিফ ইকোনমিস্ট পদে নিযুক্ত হলেন কোন দেশের Clare Lombardelli ?

উত্তরঃ  যুক্তরাজ্য (UK)

3. জাল্লিকাট্‌টু নামক ষাঁড় দৌড় খেলা শুরু হলো কোন রাজ্যে?

উত্তরঃ  তামিলনাড়ু

4. ওষুধ সরবরাহের জন্য “আরোগ্য মৈত্রী” প্রোজেক্ট লঞ্চ করলেন কে?

উত্তরঃ  নরেন্দ্র মোদী

5. কোন দেশকে Pentavalent vaccine দান করার ঘোষণা করলো ভারত?

উত্তরঃ  কিউবা

Daily Current Affairs 17 January 2023

6. ওয়ানডে আন্তর্জাতিক ক্রিকেটে পঞ্চম সর্বোচ্চ রান স্কোরার হলেন কে?

উত্তরঃ  বিরাট কোহলি

7. 2023 World Economic Forum Summit অনুষ্ঠিত হবে কোথায়?

উত্তরঃ  সুইজারল্যান্ড

8. ভারতের প্রথম রাজ্য হিসাবে Blindness Control Policy-র বাস্তবায়ন করছে কে?

উত্তরঃ  রাজস্থান

9. সম্প্রতি ভেজাল বন্ধ করতে প্রথমবার কোন পণ্যের মান নির্ধারণ করলো Food Safety and Standards Authority of India (FSSAI)?

উত্তরঃ  বাসমতি চাল

10. সমুদ্রযান মিশনের আওতায় ৩ জন ব্যক্তিকে সমুদ্রের ৬০০০ মিটার নীচে পাঠাবে কোন দেশ?

উত্তরঃ  ভারত

Leave a Comment