নমস্কার বন্ধুরা, আজকে তোমাদের দিতে চলেছি Daily Current Affairs 16 January 2023 in Bengali কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর যেগুলো তোমাদের পরীক্ষার প্রস্তুতি নেওয়ার জন্য সহযোগিতা করবে, যেমন:-SSC,GD,MTS UPSC, CGl, CHSL, IBPS, ইত্যাদি GOVT EXAM, 16 জানুয়ারী 2023 কারেন্ট অ্যাফেয়ার্স in PDF দেরি না করে নিচের প্রশ্ন-উত্তরগুলো ভালোমতো পড়ে নিচে মক টেস্ট দিতে পারো।
1. National Startup Day পালন করা হয় কবে?
উত্তরঃ ১৬ই জানুয়ারি
2. কোথায় School of Logistics, Waterways, and Communication উদ্বোধন করলেন সর্বানন্দ সনোয়াল?
উত্তরঃ আগরতলা
3. শিক্ষার্থীদের জন্য ভার্চুয়াল বুক ফেয়ার আয়োজন করলো কোন সরকার?
উত্তরঃ দিল্লি
4. অবসরের বয়স সীমা ৬২ থেকে বাড়িয়ে ৬৪ বছর করতে চলেছে কোন দেশের সরকার?
উত্তরঃ ফ্রান্স
5. Miss Universe 2022 শিরোপা জিতলেন কোন দেশের মডেল R”Bonney Gabriel ?
উত্তরঃ আমেরিকা
Daily Current Affairs 16 January 2023
6. ভারতের প্রথম সংবিধান সাক্ষর জেলা হলো কোন রাজ্যের কোল্লাম জেলা?
উত্তরঃ কেরালা
7. বীরবল” শিরোনামে উপন্যাসের জন্য বাংলা বিভাগে সাহিত্য একাডেমি পুরস্কার ২০২২ পেলেন কে?
উত্তরঃ তপন বন্দ্যোপাধ্যায়
8. ভারতের প্রথম 5G enabled Drone তৈরি করলো কোন কোম্পানি?
উত্তরঃ IG Drones
9. “Soul of Steel” নামে চ্যালেঞ্জ কম্পিটিশন লঞ্চ করা হবে কোথায়?
উত্তরঃ উত্তরাখণ্ড
10. মহিলাদের সুরক্ষার জন্য Vehicle Location Control Centre এবং মোবাইল অ্যাপ লঞ্চ করলেন কে?
উত্তরঃ মমতা ব্যানার্জি