Daily Current Affairs 13 January 2023 in Bengali || 13 শে জানুয়ারি 2023 কারেন্ট অ্যাফেয়ার্স in PDF

নমস্কার বন্ধুরা আজকে তোমাদের দিতে চলেছি Daily Current Affairs 13 January 2023 in Bengali কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর যেগুলো তোমাদের পরীক্ষার প্রস্তুতি নেওয়ার জন্য সহযোগিতা করবে, যেমন:-SSC,GD,MTS UPSC, CGl, CHSL, IBPS, ইত্যাদি GOVT EXAM, 13 শে জানুয়ারি 2023 কারেন্ট অ্যাফেয়ার্স in PDF দেরি না করে নিচের প্রশ্ন-উত্তরগুলো ভালোমতো পড়ে নিচে মক টেস্ট দিতে পারো।

1. Saarang 2023′ নামে ভারতের বৃহত্তম শিক্ষার্থী পরিচালিত ফেস্টিভ্যাল শুরু হলো কোথায়?

উত্তরঃ  IIT Madras

2. কোন দেশের সাথে “Veer Guardian 2023″ নামে বায়ু সেনা অনুশীলন শুরু করলো ভারত?

উত্তরঃ  জাপান

3. বিখ্যাত গীতিকার জাভেদ আখতারের উপর “Jadunama” শিরোনামে বই লিখলেন কে?

উত্তরঃ  অরবিন্দ মন্দলো

4. আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর ঘোষণাকারী Hugo কোন দেশের খেলোয়াড়?

উত্তরঃ  ফ্রান্স

5. সম্প্রতি কোন দেশের পাবলিক স্কুলে পাঞ্জাবি শেখানো হবে?

উত্তরঃ  অস্ট্রেলিয়া

6. ২০২২ ডিসেম্বর মাসে পুরুষ বিভাগে ICC Player of the Month হলেন কে?

উত্তরঃ  হ্যারি ব্রুক

7. ২০২২ ডিসেম্বর মাসে মহিলা বিভাগে ICC Player of the Month হলেন কোন দেশের ক্রিকেটার Ashleigh Gardner?

উত্তরঃ  অস্ট্রেলিয়া

8. কোন রাজ্যের প্রথম মহিলা চিফ সেক্রেটারী পদে নিযুক্ত হলেন শান্থি কুমারী?

উত্তরঃ  তেলেঙ্গানা

9. “Saharsh” নামে স্পেশাল এডুকেশন প্রোগ্রাম লঞ্চ করলো কোন রাজ্য?

উত্তরঃ  ত্রিপুরা

10. কোথায় Global Investors Summit-এর উদ্বোধন করলেন নরেন্দ্র মোদী?

উত্তরঃ  ইন্দোর

Daily Current Affairs 13 January 2023 PDF

Metarial Download Button

Leave a Comment