নমস্কার বন্ধুরা আজকে তোমাদের দিতে চলেছি Daily Current Affairs 12 January 2023 in Bengali কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর যেগুলো তোমাদের পরীক্ষার প্রস্তুতি নেওয়ার জন্য সহযোগিতা করবে, যেমন:-SSC,GD,MTS UPSC, CGl, CHSL, IBPS, ইত্যাদি GOVT EXAM, 12 শে জানুয়ারি 2023 কারেন্ট অ্যাফেয়ার্স in PDF দেরি না করে নিচের প্রশ্ন-উত্তরগুলো ভালোমতো পড়ে নিচে মক টেস্ট দিতে পারো।
1. জাতীয় যুব দিবস পালন করা হয় কবে?
উত্তরঃ ১২ই জানুয়ারি
2. বেস্ট অরিজিনাল সং ক্যাটাগরিতে Golden Globe Award জিতলো কোন গান?
উত্তরঃ Naatu Naatu
3. Electronics Corporation of India Limited (ECIL)-এর চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টর পদে নিযুক্ত হলেন কে?
উত্তরঃ অনুরাগ কুমার
4. ভারতে Meta কোম্পানির গ্লোবাল বিজনেস হেড পদে নিযুক্ত হলেন কে?
উত্তরঃ বিকাশ পুরোহিত
5. অস্কার ২০২৩-এর জন্য শর্টলিস্টেড হলো কোন ভারতীয় মুভি?
উত্তরঃ The Kashmir Files
6. Henley Passport Index 2023-এ ভারতীয় পাসপোর্টের স্থান কত?
উত্তরঃ 85
7. সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী, ২০২২ সালে ভারতের সবথেকে দূষিত শহর কোনটি?
উত্তরঃ দিল্লি
8. ভারতীয় ক্রিকেট টিমের অফিসিয়াল স্পন্সর হলো কোন কোম্পানি?
উত্তরঃ KKCL
9. Herbalife Nutrition India কোম্পানির Sponsored Sports Athlete হিসাবে নিযুক্ত হলেন কে?
উত্তরঃ স্মৃতি মন্ধনা
10. সরকারি চাকরির ক্ষেত্রে মহিলাদের জন্য ৩০% পদ সংরক্ষণের অনুমোদন দিল কোন রাজ্য?
উত্তরঃ উত্তরাখণ্ড