নমস্কার বন্ধুরা আজকে তোমাদের দিতে চলেছি Daily Current Affairs 11 January 2023 in Bengali কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর যেগুলো তোমাদের পরীক্ষার প্রস্তুতি নেওয়ার জন্য সহযোগিতা করবে, যেমন:-SSC,GD,MTS UPSC, CGl, CHSL, IBPS, ইত্যাদি GOVT EXAM, 11 শে জানুয়ারি 2023 কারেন্ট অ্যাফেয়ার্স in PDF দেরি না করে নিচের প্রশ্ন-উত্তরগুলো ভালোমতো পড়ে নিচে মক টেস্ট দিতে পারো।
1. জাতীয় মানব পাচার সচেতনতা দিবস পালন করা হয় কবে?
উত্তরঃ ১১ই জানুয়ারি
2. সোধি?
উত্তরঃ Amul
3. আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণাকারী Dwaine Pretorius কোন দেশের নাগরিক?
উত্তরঃ সাউথ আফ্রিকা
4. সম্প্রতি অবসর ঘোষণাকারী Gareth Bale কোন খেলার সঙ্গে
উত্তরঃ ফুটবল
5. “Roller Coaster: An Affair with Banking” শিরোনামে বই লিখলেন কে?
উত্তরঃ তমাল বন্দ্যোপাধ্যায়
6. চরণীয়া?
উত্তরঃ NASA
7. Adelaide International men’s singles title জিতলেন কোন দেশের টেনিস তারকা Novak Djokovic ?
উত্তরঃ সার্বিয়া
8. কোন দেশের সাথে যৌথভাবে Young Professionals Scheme লঞ্চ করলো ভারত?
উত্তরঃ যুক্তরাজ্য
9. BCCI-এর সিলেকশন কমিটির চেয়ারম্যান পদে পুনরায় নিযুক্ত হলেন কে?
উত্তরঃ চেতন শর্মা
10. আন্তর্জাতিক T20 ক্রিকেট দ্রুততম ১৫০০ রান সম্পূর্ণকারী ক্রিকেটার কে?
উত্তরঃ সূর্য্য কুমার যাদব