১০০ প্রশ্ন উত্তর PDF ডাউনলোড বিনা মূল্যে||100 Question Answer Pdf Download

আপনি সরকারি চাকরির পরীক্ষার জন্য প্রস্তুতি নেওয়ার ইচ্ছে রাখলে,100 Question Answer Pdf Download তবে আপনাকে অনেক প্রশ্ন উত্তর সংগ্রহ করতে হবে। তবে আমরা আপনার জন্য একটি সুবিধাজনক পিডিএফ ডাউনলোড সরবরাহ করতে পারি যেখানে আপনি বিনা খরচে একটি সম্পূর্ণ প্রশ্ন উত্তর সেট পাবেন। এই উত্তর সেটটি দ্বারা আপনি পরীক্ষার জন্য প্রস্তুত হতে পারবেন এবং সরকারি চাকরি অর্জনে সহায়তা পাবেন। আপনি এই সুবিধাজনক সেট ব্যবহার করে আপনার প্রস্তুতি তুলে ধরতে পারেন এবং স্বপ্নমত সরকারি চাকরি অর্জন করতে পারেন।

100 Q/A

1. স্বাধীন ভারতে কেন্দ্রীয় সরকারের বাজেট প্রথম কোন তারিখে পেশ হয়?

উত্তরঃ ২৬শে নভেম্বর ১৯৪৭

2. সর্বোৎকৃষ্ট কয়লা হল

উত্তরঃ এন্থ্রাসাইট

3. জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড কোন শহরে সংঘটিত হয়েছিল?

উত্তরঃ অমৃতসর

4. উত্তর ভারতের সমভূমি অঞ্চলে নদী উপত্যকার পুরানো পলিমাটিকে বলে

উত্তরঃ ভাঙ্গর

5. ভারতীয় নাগরিকদের মৌলিক অধিকার আছে?

উত্তরঃ ছয়

6. অর্থ কমিশন কত বছরের জন্য গঠিত হয়?

উত্তরঃ 5 বছর

7. স্বাধীন ভারতের সংবিধান কবে থেকে কার্যকরী হয়?

উত্তরঃ ১৯৫০ সালের ২৬শে জানুয়ারী

8. লালাগ্রন্থিতে কোন্ আবরণী কল

উত্তরঃ ঘনকাকার আবরণী কলা

9. ফটোগ্রাফি ক্যামেরায়

উত্তরঃ উত্তল লেন্সের ব্যবহার হয়

10. কথাকলি নৃত্য কোন রাজ্যের সঙ্গে সম্পর্কযুক্ত ?

উত্তরঃ কেরালা

Metarial Download Button Click Hare To Download

11. নীচের কোন রাজ্যটি আগে কেন্দ্রশাসিত অঞ্চল ছিল?

উত্তরঃ সবকটি

12. কোন সম্রাটের আমলে রাজস্ব বিভাগের করনিকদের কারকুণ বলা হত

উত্তরঃ শিবাজি

13. হর্ষবর্ধনের রাজধানী কোথায় ছিল?

উত্তরঃ থানেশ্বর

14. দুধের বিশুদ্ধতা মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে?

উত্তরঃ ল্যাক্টোমিটার

15. আলোর প্রতিসরণের সূত্র আবিস্কার করেন কে?

উত্তরঃ স্নেল

16. চিনের সঙ্গে কুটনৈতিক সম্পর্ক কোন সুলতান স্থাপন করেছিলেন?

উত্তরঃ জালালউদ্দিন খলজী

17. ওজন গ্যাসের অণুতে কটি পরমাণু থাকে?

উত্তরঃ তিনটি

18. নীচের কোন রাজশক্তি নৌবলে শ্রেষ্ঠ ছিল?

উত্তরঃ চোল

19. সৌরচুল্লি ব্যবহার করে কত তাপমাত্রা পর্যন্ত উষ্ণতা বৃদ্ধি করা সম্ভব?

উত্তরঃ 2000 ডিগ্রি সেন্টিগ্রেড

20. পশ্চিমবঙ্গ নিচের কোন দেশটির সাথে সীমানা স্পর্শ করেনি?

উত্তরঃ চীন

100 Question Answer Pdf Download

21. মাতৃদুগ্ধে অবস্থিত শর্করার নাম কি?

উত্তরঃ ল্যাক্টোজ

22. বাতাসের আদ্রতা মাপার জন্য কোন যন্ত্র ব্যবহৃত হয়?

উত্তরঃ হাইগ্রোমিটার

23. মহাত্মা গান্ধী বিদ্যুৎ প্রকল্প  যে নদীতে অবস্থিত

উত্তরঃ তুঙ্গভদ্রা

24. সড়ক আজম তৈরী করেন কোন সম্রাট

উত্তরঃ শেরশাহ

25. কোন রশ্মির বেগ আলোর বেগের সমান হয়?

উত্তরঃ বোসন রশ্মি

26. ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ কোথায় অবস্থিত?

উত্তরঃ মুম্বাইতে

27. লোহার বিশুদ্ধতম রূপ কোনটি?

উত্তরঃ পেটা লোহা (Wrought iron )

28. কেন্দ্র রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলের সবাধিক ব্যয় হয়

উত্তরঃ সুদ প্রদানে

29. কে প্রথম ভারতের জাতীয় আয় নির্ধারন করেছিলেন?

উত্তরঃ দাদাভাই নৌরজি

30. কাণ্ডের জাইলেমের প্রকৃতি হল

উত্তরঃ এন্ডার্ক

Metarial Download Button Click Hare To Download

31. কোন জেলাটির সাথে বাংলাদেশের আন্তর্জাতিক সীমারেখা নেই

উত্তরঃ দক্ষিন ২৪ পরগনা

32. ভারতের সর্বোচ্চ জলপ্রপাত কোন রাজ্যে অবস্থিত?

উত্তরঃ কর্ণাটক

33. পক প্রণালী কোন দুটি দেশকে বিচ্ছিন্ন করেছে?

উত্তরঃ ভারত ও শ্রীলঙ্কা

34. ভারতীয় সংবিধান সংশোধন করা যায় কয়টি পদ্ধতিতে?

উত্তরঃ ৩টি

35. DRDO এর সদরদপ্তর কোথায়?

উত্তরঃ Delhi

36. পর্বমধ্যের বৃদ্ধি নিয়ন্ত্রক হরমোন কোনটি?

উত্তরঃ জিব্বেরালিন

37. কোনটি মিশ্র পদার্থ

উত্তরঃ পেট্রোলিয়াম

38. নিচের কে একজন অন্ধ কবি কৃষ্ণপুজারী কৃষ্ণ মাহাত্ম্য বিশেষভাবে প্রচার করেছিলেন?

উত্তরঃ সুরদাস

39. বায়ুচাপ পরিমাপের যন্ত্রের নাম কী?

উত্তরঃ ব্যারোমিটার

40. ভারতের প্রথম মনুষ্যবাহী ড্রোনটির নাম কী?

উত্তরঃ Varuna

41. ভারতীয় সংবিধানে কয়টি তালিকার মাধ্যমে কেন্দ্র রাজ্য গুলির মধ্যে ক্ষমতা বর্ণিত হয়েছে?

উত্তরঃ ৩টি

42. সাত মহাদেশের সর্বোচ্চ শৃঙ্গ এবং সর্বোচ্চ আগ্নেয়গিরি শৃঙ্গ জয়ী সর্বকনিষ্ঠ পর্বতারোহী বাঙালী হিসাবে কাকে গিনেস বুক ওয়ার্ল্ড রেকর্ডস স্বীকৃতি দেওয়া হল

উত্তরঃ সত্যরূপ সিদ্ধান্ত

43. বিখ্যাত রক গার্ডেন কোন শহরে অবস্থিত?

উত্তরঃ চণ্ডীগড়

44. জাপানে প্রায় দুহাজার মানুষের মৃত্যু ঘটে

উত্তরঃ পারদ দূষণে

45. গুপ্ত যুগে কেউত্তর রামচরিতনাটক রচনা করেছিলেন?

উত্তরঃ ভবভূতি

46. সাতমালা পাহাড় কোন রাজ্যে অবস্থিত?

উত্তরঃ মহারাষ্ট্র

47. পঞ্চবার্ষিকী পরিকল্পনা কে অনুমোদন করে?

উত্তরঃ পরিকল্পনা কমিশন

48. গুজরাটের সব্বোর্চ শৃঙ্গের নাম কী

উত্তরঃ গোরক্ষনাথ

49. ভারতীয় বন আইন প্রথম প্রনয়ন করা হয়

উত্তরঃ ১৯২৭ সালে

50. জলে তীব্রতম অ্যাসিড কোনটি

উত্তরঃ HI

১০০ প্রশ্ন উত্তর PDF ডাউনলোড বিনা মূল্যে

51. সংবিধানের কোন সংশোধনীর মাধ্যমে জিএসটি ভারতে লাগু হলো?

উত্তরঃ 101 তম সংশোধন

52. গণপরিষদে মুসলমানদের জন্য সংরক্ষিত আসন সংখ্যা কত ছিল?

উত্তরঃ 78

53. ভারতের কেন্দ্রীয় ব্যাঙ্কের নাম কী?

উত্তরঃ রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া

54. মাতৃযান প্রকল্পে সুবিধাভোগী

উত্তরঃ দুই এবং তিন উভয়ই

55. নিচের কোন রাসায়নিক পদার্থটি পিপড়ের হুলে পাওয়া যায়?

উত্তরঃ ফর্মিক অ্যাসিড

56. টারটারিক অ্যাসিডে অপ্রতিসম কার্বনের সংখ্যা কত?

উত্তরঃ 2

57. ভারতের রিজার্ভ ব্যাংক কত সালে জাতীয়করণ হয়?

উত্তরঃ 1949

58. বালাঘাট খনি বিখ্যাত যে কারণে

উত্তরঃ কপার উৎপাদন

59. কুনোব্যাঙ কোন শ্রেনীভুক্ত

উত্তরঃ অ্যাম্ফিবিয়া

60. পশ্চিমবঙ্গে প্রধানত কোন ধরনের কয়লা পাওয়া যায়?

উত্তরঃ বিটুমিনাস প্রকার

61. এক বেল = কত ডেসিবেল ?

উত্তরঃ ১০ ডেসিবল

62. তিব্বতীরা যে দিনটি অভ্যুত্থানের দিন বলে মানেনঃ

উত্তরঃ 10 মার্চ

63. বল এক সকেট সন্ধি পাওয়া যায়

উত্তরঃ পেলভিক গার্ডল

64. কোন শিখ গুরু গুরুমুখী বর্ণমালার সৃস্টি করেন?

উত্তরঃ গুরু অঙ্গদ

65. ভারতের সংবিধানে বর্তমানে কয়টি তফসিল আছে?

উত্তরঃ ১২টি

66. Economic Drain Theory-এর প্রবক্তা

উত্তরঃ দাদাভাউ নৌরজি

67. ভারতের প্রথম প্রধানমন্ত্রীকে কে নিয়োগ করেছিলেন?

উত্তরঃ Governor General

68. নিচের কোনটি রাসায়নিক বিক্রিয়া নয়?

উত্তরঃ জলকে বাষ্পে পরিনত করা

69. Holkar Cricket Stadium কোথায় রয়েছে?

উত্তরঃ Indore

70. বিমান মোটর গাড়ির যন্ত্রাংশ তৈরিতে কোন ধাতু ব্যবহার করা হয়?

উত্তরঃ ডুরালুমিন

71. সোমপ্রকাশ পত্রিকার সম্পাদক

উত্তরঃ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

72. ভারতের প্রথম পরমাণু শক্তি কেন্দ্র কোনটি?

উত্তরঃ তারাপুর

73. নিচের কোনটি দিয়ে ননস্টিক বাসনপত্র কাটিং করা হয়?

উত্তরঃ টেফলন

74. ন্যাশানাল ওয়াইল্ড লাইফ অ্যাকশান প্লান গঠিত হয়

উত্তরঃ ১৯৮৩ সালে

75. ভারত পাকিস্তানের মধ্যে সীমারেখাকে কি বলে ?

উত্তরঃ Radcliffe

76. কোন মাধ্যমে আলোর বেগ সর্বোচ্চ হয় ?

উত্তরঃ শূন্যমাধ্যমে

77. ভারতের কোথায়টোডা উপজাতিদেখতে পাওয়া যায়

উত্তরঃ নীলগিরি

78. লখনৌ চুক্তি কত সালে?

উত্তরঃ 1916

79. গণপ্রজাতন্ত্রী ভারতের প্রথম অর্থমন্ত্রী কে?

উত্তরঃ সি. ডি. দেশমুখ

80. ভারতে খাদ্য কপোরেশন (FCI) কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনাকালে গঠিত হয়?

উত্তরঃ তৃতীয় পরিকল্পনা

81. রাষ্ট্রপতির অবর্তমানে কত মাস উপরাষ্ট্রপতি রাষ্ট্রপতির পদে বহাল থাকতে পারেন?

উত্তরঃ ছ-মাস

82. রাজ্যসভায় মোট কতজন সদস্য কে রাষ্ট্রপতি মনোনীত করতে পারেন?

উত্তরঃ 12 জন

83. ১৯৮১৮৩ সাল পর্যন্ত পশ্চিমবঙ্গের রাজ্যপাল কে ছিলেন?

উত্তরঃ ভৈরব দত্ত পাণ্ডে

84. মুম্বাই শেয়ার বাজারের নতুন শেয়ারমূল্য সূচক হল

উত্তরঃ DOLEX

85. কোন দেশের সংবিধানকে আইনজীবীদের স্বর্গরাজ্য বলা হয়?

উত্তরঃ ভারত

86. কোন মৌলটির বাইরের কক্ষে দুটি ইলেক্ট্রনই সুস্থিত?

উত্তরঃ He

87. সালের জনগননা অনুযায়ী গ্রামীন শহরাঞ্চলে জনসংখ্যার অনুপাত হল

উত্তরঃ 96:28:00

88. 1 অশ্ব ওয়াট কত ওয়াট?

উত্তরঃ 746 Watt

89. ক্লোরোফিলের গঠনে প্রয়োজনীয় মৌলটি হল

উত্তরঃ ম্যাগনেশিয়াম

90. ভারতীয় আর্থিক বিকাশের পথে প্রধান প্রতিবন্ধক কোনটি ?

উত্তরঃ পুঁজির অভাব

91. কবে প্রথম ভারতের সর্ববৃহৎ ১৪টি দেশীয় বানিজ্যিক ব্যাঙ্ককে জাতীয়করণ করা হয়?

উত্তরঃ ১৯৬৯ সালে

92. SNP-এর পুরো নাম কি?

উত্তরঃ Special Nutrition Programme

93. লোথাল কোথায় অবস্থিত

উত্তরঃ গুজরাত

94. ভদ্রাবতীর লৌ পাত কেন্দ্রে আকরিক লোহা আসেথেকে ?

উত্তরঃ বাইলাডিলা

95. প্রস্তর যুগের মানুষদের প্রথম গৃহস্থালি ছিল

উত্তরঃ ভেড়া

96. কে প্রথম ডিনামাইট তৈরি করেন?

উত্তরঃ আলফ্রেড নোবেল

97. কায়রোর সংবাদ এজেন্সী কি নামে পরিচিত?

উত্তরঃ মিডল ইষ্ট এজেন্সী

98. ওস্তাদ আমজাদ আলিখান কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত?

উত্তরঃ সারোদ

99. গুয়াহাটি হাইকোর্টের বিচার বিভাগ

উত্তরঃ উপরের সবগুলো

100. আন্তর্জাতিক মানবাধিকার দিবস কোন্ দিনটিতে পালিত হয়?

উত্তরঃ 10 ডিসেম্বর

PDF Details:

Size : 248 KB

Pages: 6

Metarial Download Button Click Hare To Download

Leave a Comment