নমস্কার বন্ধুরা আজকে তোমাদের দিতে চলেছি Daily Current Affairs 1 January 2023 in Bengali কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর যেগুলো তোমাদের পরীক্ষার প্রস্তুতি নেওয়ার জন্য সহযোগিতা করবে যেমন:-SSC, UPSC, CGl, CHSL, IBPS, ETC GOVT EXAM, ইত্যাদি 1 শে জানুয়ারি 2023 কারেন্ট অ্যাফেয়ার্স in PDF দেরি না করে নিচের প্রশ্ন-উত্তরগুলো ভালোমতো পড়াশোনা করে নিচে মোক টেস্ট দিতে পারো
1.২৫ কোটির বাজেটের সাথে ‘Nilgiri Tahr Project’ লঞ্চ করলো কোন রাজ্য?
উত্তরঃ- তামিলনাড়ু
2.নয়ডাতে উত্তরপ্রদেশের প্রথম মহিলা পুলিশ কমিশনার পদে নিযুক্ত হলেন কে?
উত্তরঃ- লক্ষ্মী সিং
3.কোন রাজ্যের প্রতিটা মন্দিরে মোবাইল ফোন ব্যান করলো মাদ্রাজ হাইকোর্ট?
উত্তরঃ- তামিলনাড়ু
4.ভারতের দ্বিতীয় দীর্ঘতম কেবল ব্রিজ চালু হলো কোথায়?
উত্তরঃ- গোয়া
Daily Current Affairs Pdf
5.ভারতের প্রথম Complete Library Constituency কোন রাজ্যের ধারমাদাম?
উত্তরঃ- কেরালা
6.World Blitz Championship-এ রুপোর পদক জিতলেন ভারতের কোন দাবাড়ু?
উত্তরঃ- কনেরু হাম্পি
7.২০২৩ সালের ডিসেম্বর মাসে ভারতের প্রথম আন্ডার ওয়াটার মেট্রো সার্ভিস চালু হবে-
উত্তরঃ- কলকাতা
8.আমেরিকার National Space Council Advisory Group-এ অন্তর্ভুক্ত হলেন কোন ভারতীয় বংশোদ্ভূত?
উত্তরঃ- রাজীব বাদ্যাল
9.পুরুষ বিভাগে Khelo India Youth Games 2022 U-18 টাইটেল জিতলো কোন রাজ্যের হকি টিম?
উত্তরঃ- মধ্যপ্রদেশ
10.কোন দেশের Al Nassr ক্লাবের হয়ে খেলবেন পর্তুগাল ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো?
উত্তরঃ- সৌদি আরব
ভালো করে পড়া হয়ে গেলে এবার তোমরা চাইলে Daily Current Affairs Mock Test In Bengali ছোট্ট করে একটি পরীক্ষা বা টেস্ট করতে পারো নিচে Mock Test এর মাধ্যমে এক্সাম দিতে পারো প্রতিটি প্রশ্নর জন্য 1 পয়েন্ট করে দেয়া হবে আরেক একটি প্রশ্নর 60 সেকেন্ড করে টাইম থাকবে।